হুগলিতে নিজের বাড়িতে ভোট দিলেন ১০০ বছরের আঙুরবালা অধিকারী

পোস্টাল ব্যালটে ভোট দিয়ে মুখবন্দি খাম বক্সে ঢুকিয়ে দেওয়া হয়

ভোটের দামামা বেজে গিয়েছে। হুগলিতে ভোট আগামী ২০ মে।কিন্তু তার আগেই বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক মানুষদের থেকে ভোট গ্রহণ কর্মসূচি হয়।এই তীব্র দাবদাহে ভোট গ্রহণ কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন অনেকই তাই নির্বাচন কমিশনের উদ্যেগে বাড়িতে বসেই ভোট দিচ্ছেন বয়স্ক মানুষরা।
এদিন হুগলি জেলার আরামবাগ লোকসভা কেন্দ্রের হরিপালে ভোট দিলেন বিখ্যাত সবুজ কালী মায়ের মন্দির অধিকারী বাড়ির মাতা ১০০ বছরের আঙ্গুরবালা দেবী।ভোট নিতে আসেন সেক্টর ,থেকে শুরু করে থার্ড পোলিং অফিসার ।সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ক্রমাগত হলো ভিডিওগ্রাফি।পোস্টাল ব্যালটে ভোট দিয়ে মুখবন্দি খাম বক্সে ঢুকিয়ে দেওয়া হয়।
নির্বাচন কমিশনের এহেন উদ্যেগে খুশি সকলে।গ্রামবাসীরা বলেন, এই গরমে বয়স্ক মানুষদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু বাড়িতে এভাবে একদম ভোট কেন্দ্রের মতো গোপনীয়তার সাথে ভোট খুবই ভালো উদ্যেগ।





Previous article“কোড অফ কন্ডাক্ট ভাঙছেন”! মোদি আর কমিশনকে একযোগে তুলোধোনা মমতার
Next articleকেদারনাথ মন্দিরে লক্ষাধিক ভক্ত, চারধাম যাত্রাকে কেন্দ্র করে তুমুল উন্মাদনা