Saturday, August 23, 2025

নির্বাচনের চলাকালীনই এবার নাগরিকত্বের শংসাপত্র বিলি শুরু করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যে মন্ত্রকের কাছে বারবার নাগরিকত্ব নিয়ে তথ্য জানতে চেয়েও উত্তর পাওয়া যাচ্ছিল না। এমনকি সিএএ-তে আবেদনকারীর সংখ্যা পর্যন্ত জানাতে পারছিল না কেন্দ্রের যে দফতর, এবার তাঁরাই শুরু করলেন শংসাপত্র বিলি। নির্বাচনের মাঝে বিশেষ কিছু কেন্দ্রে ভোট টানতে রাতারাতি এই উদ্যোগ বলে দাবি রাজনীতিকদের একাংশের।

নাগরিকত্ব দিতে হবে নিঃশর্ত। স্বরাষ্ট্র মন্ত্রকের সিএএ নির্দেশিকা জারির পরেই দাবি করেছে তৃণমূল। আধার কার্ড ও ভোটার কার্ড থাকা নাগরিকদের কেন নতুন করে নাগরিকতার জন্য আবেদন করতে হবে, প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিভিন্ন ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সিএএ-তে কত আবেদন জমা পড়েছে তার তথ্য জানতে চান। উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রক জানায় তাদের কাছে এই তথ্য নেই। এমনকি তাঁরা এরকম তথ্য রাখেন না বলেও জানানো হয় আরটিআই-এর উত্তরে। এরপর বুধবার সেই মন্ত্রক থেকেই শুরু হল নাগরিকতার শংসাপত্র তুলে দেওয়ার কাজ।

রাজনীতিকদের একাংশের মতে পঞ্চম দফায় বাংলায় যে কেন্দ্রগুলিতে নির্বাচন রয়েছে, তার মধ্যে অন্যতম বনগাঁ। এখানকার সাংসদ কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সিএএ-র পক্ষে জোরদার সওয়াল করেছেন প্রথম থেকেই। কিন্তু সিএএ লাগু হওয়ার পর থেকে তিনি স্থানীয় বাসিন্দাদের কোনও নিশ্চয়তা দিতে পারেননি নাগরিকত্ব নিয়ে। একইভাবে মতুয়া সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক থাকা রানাঘাট বা বর্ধমান পূর্ব কেন্দ্রে চতুর্থ দফার নির্বাচনের পর ফলাফল বিজেপির দিক থেকে উল্টো পথে ঘুরেছে বলেও বিজেপির আশঙ্কা সাত তাড়াতাড়ি নাগরিকত্বের শংসাপত্র বিলি করা শুরু করে কেন্দ্র সরকার, অনুমান রাজনীতিকদের। এই শংসাপত্রের তাস খেলে শেষ তিন দফার নির্বাচনে একাংশের ভোটারদের টানার মরিয়া চেষ্টা কেন্দ্রের বিজেপি সরকারের।

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লার ১৪ জনকে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন। মন্ত্রকের তরফে জানানো হয় প্রাথমিকভাবে ১৪ জনকে নাগরিকত্বের যোগ্য বিবেচনা করে এই শংসাপত্র তুলে দেওয়া হয়।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version