Saturday, November 15, 2025

সম্রাটের শাসন নয়, আদালতে গণতান্ত্রিক আলোচনা: বিশ্বমঞ্চে দাবি প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের

Date:

দেশের বিচার ব্যবস্থা সম্রাটের শাসনের মতো না, গণতন্ত্রের পথ খুলে দেওয়ার আলোচনার জায়গা হওয়া উচিত বলে বিশ্বমঞ্চে দাবি করলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud)। ব্রাজিলে জি-টোয়েন্টি (G-20) সদস্য দেশগুলির সর্বোচ্চ আদালত ও সাংবিধানিক আদালতের শীর্ষ পদস্থদের সম্মেলনে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসার দাবিও করেন দেশের প্রধান বিচারপতি।

রিও ডি জেনিরেতো (Rio De Janeiro) অনুষ্ঠিত জে-টোয়েন্টি (J-20) দেশগুলির প্রধান বিচারপতিরা অংশ নিয়েছেন এই সম্মেলনে। ভারতের বিচার ব্যবস্থার বিবর্তনের বার্তা সেখানে তুলে ধরেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। সেই সঙ্গে স্মরণ করিয়ে দেন ভারতের বিচারপতিদের কর্তব্য ও দায়িত্বের কথা। বিশ্বের গুরুত্বপূর্ণ দেশের বিচার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিচার ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার ও তার সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের ব্যবহারের বর্তমান পরিস্থিতিও তুলে ধরেন প্রধান বিচারপতি।

করোনা পরিস্থিতির সময়ের উল্লেখ করে দেশের বিচার ব্যবস্থার বিবর্তনের প্রসঙ্গে চন্দ্রচূড় বলেন, “আমাদের আদালতগুলিকে সম্রাটের (emperors) চাপিয়ে দেওয়া ব্যবস্থার পরিবর্তে আবার আলোচনা করার গণতান্ত্রিক ব্যবস্থা হিসাব মানুষ ভাবতে শুরু করেছেন।” সেই সঙ্গে তিনি বলেন, “করোনা পরিস্থিতি আমাদের আদালতের প্রথম সারির যোদ্ধাদের ঠেলে দিয়েছে রাতারাতি পদ্ধতি বদলে ফেলতে। আদালতগুলি আর সামান্য অস্বচ্ছ জাগতিক ব্যবস্থায় (opaque physical spaces) সীমাবদ্ধ নেই।”

বিচারপতিদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “বিচারক হিসাবে, আমরা কোনও রাজপুত্রও (princes) নই কোনও সার্বভৌম শাসক (sovereigns) নই যেখানে আমাদের নিজেদের ব্যাখ্যা করার প্রয়োজন থাকবে না। আমরা পরিষেবা প্রদানকারী, এবং অধিকারের স্বীকৃতি দেওয়ার সংগঠনকে সক্ষমতাদানকারী।”

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version