ভোটের ময়দানে এঁটে উঠতে পারবে না বুঝে এখন বিভিন্নভাবে তৃণমূল প্রার্থীদের উত্ত্যক্ত, বিরক্ত করার চেষ্টায় নেমেছে গেরুয়া শিবির। লোকসভা নির্বাচনের চারদফার ভোট গ্রহণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সেই দফাগুলিতে তাদের অবস্থা যে ভালো নয় তা বুঝে গিয়েছে বিজেপি (BJP)। সেই কারণেই এখন বাকি দফাগুলির তৃণমূল (TMC) প্রার্থীদের মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চালাচ্ছে। কিন্তু তাতেও লাভ হল না। কমিশনে মুখ পুড়লো বিজেপির। কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় (Mala Ray) ও বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের মনোনয়ন বাতিলের আবেদন খারিজ করে দিল নির্বাচন কমিশন (Election Commission)।
রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডলে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। কুণাল লেখেন,
“1) মালা রায়ের মনোনয়ন গ্রহণ করে ওয়েবসাইটে আপলোড করল কমিশন।
2) হাজি নুরুলও বৈধ হবেন। কারণ, সূত্রের খবর, ‘নো ডিউস’ সার্টিফিকেট 10 বছরের মধ্যে প্রাক্তন হওয়াদের ক্ষেত্রে প্রযোজ্য। নুরুলের 10 বছর অতিক্রান্ত।”
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 15, 2024
ভুয়ো অজুহাত দেখিয়ে কাজ হল না। এবার ভোটের ময়দানে বাংলার শাসকদলকে লড়তে হবে বিজেপির।