Monday, January 26, 2026

স্নাতক স্তরে জ্যোতিষ পড়ানো নিয়ে বিতর্ক, মিটিং শেষে সিলেবাসে ‘বদল’!

Date:

Share post:

বেদ,বেদান্ত, ধর্ম, পুরাণ কলেজের সিলেবাসে অন্তর্ভুক্ত হওয়া নিয়ে বিতর্ক বাড়ছিল। প্রশ্ন উঠতে শুরু করেছিল, প্রত্যেকটা কলেজে ধর্মচর্চা হলে মন্দির, মসজিদগুলোয় কী হবে? চাপের মুখে এবার সিলেবাসে কাটছাঁট করতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (University of Calcutta)। কেন্দ্রের নয়া শিক্ষানীতি (Central New Education Policy) অনুযায়ী চলতি শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় সেমেস্টারের পড়ুয়াদের বেছে নিতে হবে একটি ‘কমন ভ্যালু অ্যাডেড কোর্স’ (Common Value Added Course)। এর মধ্যেই হ্যান্ডস অন মেশিন লার্নিং, ডোমেস্টিক অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রনিক্স, অকুপেশনাল হেল্‌থ ডিসঅর্ডার্স, লাইফস্টাইল ডিজিজ ও প্রতিরোধের উপায়, ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশনের পাশাপাশি স্থান পেয়েছিল ইন্ডিয়ান নলেজ সিস্টেম (indian knowledge system)। কলকাতা বিশ্ব বিদ্যালয়ের এই বিষয়ের সিলেবাসে অন্তর্ভুক্তি হয়েছিল জ্যোতিষ, বেদ, বেদান্ত, পুরাণের। সেখান থেকেই যত বিতর্কে সূত্রপাত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত (Shanta Dutta) জানিয়েছিলেন, বাকি অংশ নিয়ে তেমন কোনও সমস্যা না থাকলেও জ্যোতিষটা না রাখাই ভাল। এরপরেই মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তাঁদের প্রশ্ন, আর ধর্মীয় চর্চা হলে, অন্য ধর্ম কেন পড়ানো হবে না? এই বিষয়টি প্রত্যাহারের দাবি জানান তাঁরা। এরপর জানা গিয়েছে অবশেষে সিলেবাসে কাটছাঁট করা হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে ডিনদের নিয়ে তৈরি কমিটির সঙ্গে পাঠ্যক্রম নিয়ে বৈঠক করেন ভারপ্রাপ্ত উপাচার্য। সেই বৈঠকেই বিতর্কিত বিষয়গুলি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্তর্বর্তী উপাচার্য জানান, শব্দচয়নের কিছু ভুল হয়েছে। ইন্ডিয়ান নলেজ সিস্টেমের প্রথম মডিউলে ‘জ্যোতিষা’ শব্দটি ব্যবহার করা হয়েছে। যা প্রাচীনকালে সোলার সিস্টেম ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হত। এটা অ্যাস্ট্রোনমির কাছাকাছি হলেও অ্যাস্ট্রোলজি নয়। কিন্তু যেহেতু বিভ্রান্তি তৈরি হচ্ছে তাই সিলেবাসে কাটছাঁট করা হচ্ছে।


 

spot_img

Related articles

মন্দিরে প্রবেশাধিকারে বিতর্কিত ‘ফতোয়া’, কেদার-বদ্রী কমিটির সিদ্ধান্তে তুঙ্গে তরজা

প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী কেদারনাথ, বদ্রীনাথে যাত্রা করেন। তবে এবার সেই কেদার-বদ্রী অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করে দিচ্ছে।...

ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’-এ স্বাস্থ্য পরীক্ষা অভিষেক-পত্নী রুজিরার, ঘুরে দেখলেন দোতলা শিবির

শুধু মুখে বলা নয়, ডায়মন্ড হারবারকে (Diamond Harbour) সত্যিই আপন বলে মনে করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

কোনও অবদান নেই! নোবেলজয়ী অমর্ত্য সেনকে শুভেন্দুর কটূক্তি, পাল্টা জবাব তৃণমূলের

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amatya Sen) এসআইআর-এর নোটিশ দেওয়া নিয়ে রাজনৈতিক চাপান-উতোরও অব্যাহত। সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা...

T20 WC: মাঠের বাইরে নয়া নাটক, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান?

ভারতের মাটিতে কোন আইসিসি ইভেন্ট থাকলেই তা নিয়ে নিত্যনতুন সমস্যা সৃষ্টি করে পাকিস্তান(Pakistan )। বিগত কয়েক বছর ধরেই...