Thursday, August 21, 2025

বিজেপির জার্সিতে ধারাবাহিক সন্ত্রাস চালিয়েছে! বারাকপুরে দাঁড়িয়ে অর্জুনকে ধুয়ে দিলেন অভিষেক

Date:

দলীয় প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে জনপ্লাবনে ভেসে রোড শো-এর পরে বারাকপুরের জাফরপুর মোড়ে দাঁড়িয়ে দলবদলু বিজেপি প্রার্থী অর্জুন সিং-কে ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, বিজেপির হয়ে অর্জুন সিং (Arjun Singh) এর আগে জেতার পরে ধারাবাহিক সন্ত্রাস চালিয়ে ছিলেন এলাকায়। তারপর তৃণমূলে এসে ভিজে বেড়াল হয়ে খাঁচা বন্দি ছিলেন।

এদিনে নিজের বক্তৃতায় অভিষেক বলেন, বিজেপির (BJP) টিকিটে ২০১৯-এ জিতে বারাকপুরের ধারাবাহিক সন্ত্রাস চালিয়ে ছিলেন অর্জুন। বোমাবাজি, রাহাজানি, খুন-সব হয়েছে বলে অভিযোগ অভিষেকের। এরপরেই তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা অর্জুন সিংকে (Arjun Singh) কেন দলে নিয়ে ছিলাম? এরপরেই ব্যাখ্যা দিয়ে অভিষেক বলেন, আমারা এটা প্রমাণ করার জন্য নিয়েছিলাম, যে বিজেপির জার্সি না থাকলে অর্জুন সিং ভিজে বেড়াল। তৃণমূলে যখন ছিল খাঁচা বন্দি ছিল। অভিষেকের কথায়, ২০২২-২৩ সালে যখন অর্জুন তৃণমূলে ছিল, তখন এলাকায় কোনও নৈরাজ্য, গুন্ডামি, মস্তানি, গাজোয়ারি করতে দিইনি। CPIM-কংগ্রেস-BJP-নির্দল পরে হবে, আগে মানুষের জীবন। অভিষেকের কথায় উদ্বেল হয়ে ওঠে জনতা।

এই সভায় বিজেপি নেতা অমিত শাহকেও (Amit Shah) নিশানা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, রাজ্যে প্রচারে এসে অমিত শাহ বলেন, “সবকো উল্টা করকে সিধা কর দেঙ্গে”। আর কয়েকদিন আগে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বারাকপুরে সভা করতে আসেন, তখন অর্জুনের পুত্র তাঁকে রবীন্দ্রনাথের উল্টো ছবি হাতে ধরিয়ে দেন। তীব্র খোঁচা দিয়ে অভিষেক বলেন, রবীন্দ্রনাথকেই উল্টো  করে দিয়েছে। এই কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলে তৃণমূল।





Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version