Sunday, November 2, 2025

বিজেপির জার্সিতে ধারাবাহিক সন্ত্রাস চালিয়েছে! বারাকপুরে দাঁড়িয়ে অর্জুনকে ধুয়ে দিলেন অভিষেক

Date:

দলীয় প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে জনপ্লাবনে ভেসে রোড শো-এর পরে বারাকপুরের জাফরপুর মোড়ে দাঁড়িয়ে দলবদলু বিজেপি প্রার্থী অর্জুন সিং-কে ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, বিজেপির হয়ে অর্জুন সিং (Arjun Singh) এর আগে জেতার পরে ধারাবাহিক সন্ত্রাস চালিয়ে ছিলেন এলাকায়। তারপর তৃণমূলে এসে ভিজে বেড়াল হয়ে খাঁচা বন্দি ছিলেন।

এদিনে নিজের বক্তৃতায় অভিষেক বলেন, বিজেপির (BJP) টিকিটে ২০১৯-এ জিতে বারাকপুরের ধারাবাহিক সন্ত্রাস চালিয়ে ছিলেন অর্জুন। বোমাবাজি, রাহাজানি, খুন-সব হয়েছে বলে অভিযোগ অভিষেকের। এরপরেই তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা অর্জুন সিংকে (Arjun Singh) কেন দলে নিয়ে ছিলাম? এরপরেই ব্যাখ্যা দিয়ে অভিষেক বলেন, আমারা এটা প্রমাণ করার জন্য নিয়েছিলাম, যে বিজেপির জার্সি না থাকলে অর্জুন সিং ভিজে বেড়াল। তৃণমূলে যখন ছিল খাঁচা বন্দি ছিল। অভিষেকের কথায়, ২০২২-২৩ সালে যখন অর্জুন তৃণমূলে ছিল, তখন এলাকায় কোনও নৈরাজ্য, গুন্ডামি, মস্তানি, গাজোয়ারি করতে দিইনি। CPIM-কংগ্রেস-BJP-নির্দল পরে হবে, আগে মানুষের জীবন। অভিষেকের কথায় উদ্বেল হয়ে ওঠে জনতা।

এই সভায় বিজেপি নেতা অমিত শাহকেও (Amit Shah) নিশানা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, রাজ্যে প্রচারে এসে অমিত শাহ বলেন, “সবকো উল্টা করকে সিধা কর দেঙ্গে”। আর কয়েকদিন আগে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বারাকপুরে সভা করতে আসেন, তখন অর্জুনের পুত্র তাঁকে রবীন্দ্রনাথের উল্টো ছবি হাতে ধরিয়ে দেন। তীব্র খোঁচা দিয়ে অভিষেক বলেন, রবীন্দ্রনাথকেই উল্টো  করে দিয়েছে। এই কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলে তৃণমূল।





Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version