আকাশ থেকে অজানা যন্ত্র এসে পড়ল চুঁচুড়ার কাপাসডাঙায়! তারপর..

সকাল সকাল হুগলির চুঁচুড়ায় (Chunchura Hooghly) হই হই কাণ্ড। পুরসভার আট নম্বর ওয়ার্ডের ২ নং কাপাসডাঙায় একটি বাড়ির সামনে সাদা রঙের এক যন্ত্র আকাশ থেকে ধপ করে মাটিতে পরে। প্রাথমিকভাবে সকলেই ভয় পেয়ে যান। স্থানীয়রা বলছেন সঙ্গে আবার একটা বেলুন ছিল যেটা ফেটে যায়। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই বাড়ির বাসিন্দা বিপ্লব হালদার (Biplab Haldar) যন্ত্রটিকে করে তুলে পাঁচিলের উপর রেখে দেন। খবর পেয়ে পুলিশ (Chunchura Police) ঘটনাস্থলে পৌঁছে যন্ত্রটিকে উদ্ধার করে নিয়ে যায়।

হুগলি লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী প্রদীপ পালের বাড়ির পাশে এই ঘটনা ঘটেছে। তিনি জানান যন্ত্রটা ঠিক কী তা বুঝতে না পারায় স্থানীয়দের মনে একটা আতঙ্ক ছড়ায়। অনেকেই ভাবেন পরবর্তীতে জানা যায় ওটা বোধহয় বোমা। পরবর্তীতে জানা যায় ওটি আসলে ব্যাটারি চালিত টেলিমেট্রি যন্ত্র রেডিওসোন্ড (Battery operated telemetry instrument Radiosonde) যা বেলুনের মাধ্যমে বায়ুমন্ডলে ঘোরে এবং আপেক্ষিক আদ্রতা বায়ুর গতি ইত্যাদি সম্পর্কিত তথ্য গ্রাউন্ড রিসিভারে পাঠায়। এর আগে অসম – তামিলনাড়ুতে এই ধরনের যন্ত্র আকাশ থেকে পড়েছিল। চুঁচুড়াতে কী ভাবে এলো তা এখনও স্পষ্ট নয়।


 

Previous articleদাবানলে ‘উদাসীনতা’! উত্তরাখণ্ডের মুখ্যসচিবকে সুপ্রিম কোর্টে তলব
Next articleজুলাই মাস থেকে বিনামূল্যে বিদ্যুৎ, প্রতিশ্রুতি নবীন পট্টনায়েকের