আজই সকালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। আগামী ৬ জুন যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। সেই ম্যাচেই দেশের জার্সি গায়ে সুনীলের শেষ ম্যাচ। এদিন নিজের সোশ্যাল মিডিয়া একটি ভিডিও বার্তায় এমনটাই জানান ভারত অধিনায়ক। তবে এই খবরতা নাকি মা এবং স্ত্রীকে জানানোর পর তাঁরা নিজেদের আবেগ সামলাতে পারেননি। কেঁদে ফেলেছিলেন সঙ্গে সঙ্গে। নিজের অবসরের ভিডিও বার্তায় এমনটাই বললেন সুনীল ছেত্রী।

এই নিজের ভিডিও বার্তায় সুনীল বলেন, “ অবসরের কথা সবার আগে নিজের পরিবারকে বলেছিলাম। মা, বাবা এবং স্ত্রীকে। বাবা স্বাভাবিক আচরণ করেছিল। খুশি হয়ে হাঁপ ছেড়ে বেঁচেছিল। কিন্তু মা এবং স্ত্রী সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করেছিল। আমি ওদের বলেছিলাম, তোমরা তো প্রায়ই আমাকে বলো কত বেশি ম্যাচ খেলতে হচ্ছে। আমাকে খেলতে দেখলে তোমাদের নাকি মানসিক চাপ কতটা বেড়ে যায়। এখন তো তোমাদের ভাল কথাই শোনাচ্ছি। পরের ম্যাচের পর আর দেশের হয়ে কোনও দিন খেলব না।একথা বলার পরেও ওরা আমাকে বোঝাতে পারেনি কেন কাঁদছে। এমন নয় যে আমি ক্লান্ত হয়ে পড়েছি, এমন নয় যে এটা-ওটা ভেবে অবসর নিতে চাইছি। হঠাৎ করেই আমার মনে হয়েছে পরের ম্যাচটাই শেষ ম্যাচ। তারপরে যদিও এটা নিয়ে অনেক ভেবেছি।“
এদিকে এদিন নিজের অবসর নিয়ে সুনীল বলেন, “একটা দিন জীবনে কোনও দিন ভুলতে পারব। যে দিন দেশের জার্সি গায়ে প্রথমবার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম। অবিশ্বাস্য অনুভূতি। তবে তার আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখবিন্দর সিং এসে আমাকে জানিয়েছিলেন, প্রথম একাদশে আমি রয়েছি। বলে বোঝাতে পারব না সেই অনুভূতি কেমন ছিল। জার্সি প্রথম হাতে পাওয়ার পর তাতে কিছুটা সুগন্ধি ছড়িয়ে দিয়েছিলাম। জানি না কেন। সেই দিন যা যা হয়েছিল, প্রাতরাশ থেকে মধ্যাহ্নভোজের টেবিলের কথাবার্তা, ম্যাচে আমার মাঠে নামা এবং অভিষেক ম্যাচেই গোল, তারপরে ৮০ মিনিটে গোল হজম করা, জাতীয় দলে আমার যাত্রা শুরুর প্রথম দিনের এই ঘটনাগুলোর কথা কোনও দিন ভুলতে পারব না।” এখানেই না থিম সুনীল আরও বলেন,” দেশের পরবর্তী ৯ নম্বর ফুটবলার খুঁজে নেওয়ার সময় এসে গিয়েছে। পাশাপাশি, ভারতীয় ফুটবলের কোনও খেলোয়াড়ই তাঁদের ক্লাবের প্রধান স্ট্রাইকার হিসেবে খেলছেন না। এই বিষয়টা জাতীয় ফুটবল দলকে আদতে প্রতিবন্ধী করে দিয়েছে। এটা বর্তমানে ভারতীয় ফুটবল দলে একটা বড় শূন্যতা তৈরি করছে।

২০০৫-এর ১২ জুন পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেন সুনীল। অভিষেক ম্যাচেই গোল করেন। সুনীলের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল ২০০৭ নেহরু কাপ। প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ৬-০ হারায় ভারত। ৩৯ বছর বয়সি এই ফুটবলার ভারতীয় ফুটবলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। ভারতীয় ফুটবল দলের হয়ে তিনি এখনও পর্যন্ত ১৫০ ম্যাচে মোট ৯৪ গোল করেছেন।

আরও পড়ুন- যুগের অবসান , অবসরের ঘোষণা সুনীলের
