Sunday, May 25, 2025

পুলিশ আধিকারিকের সঙ্গে অভব্য ব্যবহার। শাসন থানায় ঢুকে পুলিশকে রীতিমতো হুমকি দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naoshad Siddiqi)। বৃহস্পতিবার, এলাকায় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ISF ও বিরোধীদের মধ্যে বচসা বাধে। জলগড়ায় থানা পর্যন্ত। এর পরেই পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে থানায় ঢুকে পুলিশ (Police) আধিকারিকদের সঙ্গে অভব্য ব্যবহার ও কুকথা বলতে শোনা যায় আইএসএফ নেতাকে। ঘটনার জেরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

বসিরহাটের নির্বাচনী প্রচারের জন্য জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে সব দল। এদিন, শাসনে আইএসএফের সভা করার কথা। সেই কারণে খড়িবাড়ি বাজারে পোস্টার ও পতাকা লাগাচ্ছিল কীর্তিপুর ১ নম্বর অঞ্চল আইএসএফ কমিটির সদস্যরা। অভিযোগ, সেই সময় স্থানীয় এক যুবক তাঁদের পতাকা লাগাতে বাধা দেন। এর পরই তর্কাতর্কি থেকে অশান্তি ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক নওশাদ (Naoshad Siddiqi)। অভিযোগ জানাতে শাসন থানায় যান তিনি। কিন্তু সেখানে গিয়ে উল্টে পুলিশকে নিশানা করেন। পুলিশ আধিকারিকদের সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় ভাঙড়ের বিধায়ককে।

এমনকী এক সময় সব সীমা ছাড়িয়ে পুলিশকে ‘শাসকদলের দালাল’ বলেন নওশাদ। বিধায়ককে বলতে শোনা যায়, “আপনি পুলিশ, পুলিশের মতোই কাজ করুন। তৃণমূলের হয়ে কাজ করবেন না। আপনি দালাল।” এরপরই আদালতে যাওয়ার হুমকি দেন নওশাদ। পাল্টা জবাব দেন এসডিপিও। বলেন, “আপনি একজন সরকারি আধিকারিককে দালাল বলতে পারেন না।” বিষয়টিতে হস্তক্ষেপ করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার।

Related articles

ধর্মতলায় কার্তুজ-সহ আটক যুবক, জেলা থেকে বাসেই পাচার!

শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় কার্তুজ নিয়ে বাস থেকে নামতেই যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। তার...

রিয়্যাল মাদ্রিদের নতুন কোচ জাভি অ্যালোন্সো

প্রাক্তন তারকার ওপরই ভরসা রিয়্যাল মাদ্রিদের(Real Madrid)। আনচেলোত্তি(Carlo Ancelotti) রিয়্যাল মাদ্রিদ ছাড়ার পর থেকেই নতুন কোচ নিয়ে শুরু...

হাইওয়েতে গাড়ি থামিয়ে যৌন সঙ্গমে লিপ্ত বিজেপি নেতা! 

ছিঃ! ছিঃ! এত নীচে নামতে পারে বিজেপি নেতারা! নিজের যৌন কামনা 'কন্ট্রোল' করতে না পেরে শেষমেষ হাইওয়েতে গাড়ি...

পহেলগামে মহিলারা বীরত্ব দেখায়নি! বিজেপি সাংসদের সিঁদুরের অপমানকে তোপ তৃণমূলের

বিজেপি নেতা সাংসদদের নারী বিরোধী অবস্থান এর আগে বারবার প্রকাশ্যে এসেছে। যে বিজেপি সরকার ঘটা করে জঙ্গি হামলার...
Exit mobile version