Monday, August 25, 2025

পুলিশ আধিকারিকের সঙ্গে অভব্য ব্যবহার। শাসন থানায় ঢুকে পুলিশকে রীতিমতো হুমকি দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naoshad Siddiqi)। বৃহস্পতিবার, এলাকায় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ISF ও বিরোধীদের মধ্যে বচসা বাধে। জলগড়ায় থানা পর্যন্ত। এর পরেই পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে থানায় ঢুকে পুলিশ (Police) আধিকারিকদের সঙ্গে অভব্য ব্যবহার ও কুকথা বলতে শোনা যায় আইএসএফ নেতাকে। ঘটনার জেরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

বসিরহাটের নির্বাচনী প্রচারের জন্য জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে সব দল। এদিন, শাসনে আইএসএফের সভা করার কথা। সেই কারণে খড়িবাড়ি বাজারে পোস্টার ও পতাকা লাগাচ্ছিল কীর্তিপুর ১ নম্বর অঞ্চল আইএসএফ কমিটির সদস্যরা। অভিযোগ, সেই সময় স্থানীয় এক যুবক তাঁদের পতাকা লাগাতে বাধা দেন। এর পরই তর্কাতর্কি থেকে অশান্তি ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক নওশাদ (Naoshad Siddiqi)। অভিযোগ জানাতে শাসন থানায় যান তিনি। কিন্তু সেখানে গিয়ে উল্টে পুলিশকে নিশানা করেন। পুলিশ আধিকারিকদের সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় ভাঙড়ের বিধায়ককে।

এমনকী এক সময় সব সীমা ছাড়িয়ে পুলিশকে ‘শাসকদলের দালাল’ বলেন নওশাদ। বিধায়ককে বলতে শোনা যায়, “আপনি পুলিশ, পুলিশের মতোই কাজ করুন। তৃণমূলের হয়ে কাজ করবেন না। আপনি দালাল।” এরপরই আদালতে যাওয়ার হুমকি দেন নওশাদ। পাল্টা জবাব দেন এসডিপিও। বলেন, “আপনি একজন সরকারি আধিকারিককে দালাল বলতে পারেন না।” বিষয়টিতে হস্তক্ষেপ করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version