Tuesday, November 11, 2025

রাজ্য সচিবালয়ে এই প্রথম তিনজন আধিকারিক অতিরিক্ত সচিব পদে উন্নীত হলেন

Date:

রাজ্য সরকারের সচিবালয়ে এই প্রথম ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস (ডব্লুবিএসএস) থেকে তিনজন আধিকারিক অতিরিক্ত সচিব পদে উন্নীত হলেন। আগে সচিবালয়ের একজন নিম্নবর্গীয় করণিক (এলডিএ) থেকে যুগ্মসচিব পর্যন্ত পদোন্নতির সুযোগ পেতেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন যে, সচিবালয়ের কর্মীদের পদোন্নতির মাধ্যমে আরও একধাপ উপরে অতিরিক্ত সচিব হওয়ার সুযোগ দেওয়া হবে। সেইমতো সচিবালয়ে দশটি অতিরিক্ত সচিবের পদ সৃষ্টি করা হয়, সেগুলি সাধারণ কর্মী থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করার জন্য। সেখানে বিভিন্ন দপ্তরে কর্মরত তিনজন যুগ্মসচিব প্রোমোশন পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন।
একইসঙ্গে সচিবালয়ে ডব্লুবিএসএস’দের জন্য যুগ্মসচিব, উপসচিব, সহসচিব, রেজিস্ট্রার, স্পেশাল অফিসার ও সেকশন অফিসার পদে শতাধিক অতিরিক্ত পদ সৃষ্টি করা হয়েছে। এর ফলে ডব্লুবিএসএস’দের সচিবালয়ে পদোন্নতির সুযোগ সাম্প্রতিককালে অনেক বেড়ে গিয়েছে। এই দফাতেই বিভিন্ন পদে এমন শতাধিক পদোন্নতি হয়েছে।

নতুন নীতিতে যুগ্মসচিব পদে উন্নীত হতে উপসচিব পদে অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা থাকা জরুরি। সেক্রেটারিয়েট সার্ভিস কর্মীদের আগে যুগ্মসচিব পর্যন্ত পদোন্নতির সুযোগ ছিল। এলডিএ পদে যোগ দিয়ে একজন কর্মী পদোন্নতির মাধ্যমে যুগ্মসচিবও হতে পারতেন। রাজ্য মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে বছরখানেক আগে যুগ্মসচিব থেকে সহসচিব, ওএসডি প্রভৃতি পর্যায়ে উন্নীত হওয়ার মাধ্যমে পূরণযোগ্য পদের সংখ্যাও ওই এই পর্বে বাড়ানো হয় অনেকগুলি। এর এর ফলে সেক্রেটারিয়েট সার্ভিস কর্মীদেরই পদোন্নতির সুযোগ অনেকটাই বেড়েছে।রাজ্য সরকারের নতুন পদোন্নতি নীতিতে যুগ্মসচিব, উপসচিব, সহসচিব, রেজিস্ট্রার, স্পেশাল অফিসার ও সেকশন অফিসার পদে শতাধিক অতিরিক্ত পদ সৃষ্টি করা হয়েছে। এই দফাতেই বিভিন্ন পদে এমন শতাধিক পদোন্নতি হয়েছে।





Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version