Saturday, November 15, 2025

ফের চাপে ফেলার চেষ্টা হেমন্তকে! শীর্ষ আদালতে খারিজ জামিনের আবেদন

Date:

ফের চাপে ফেলার চেষ্টা হেমন্ত সোরেনকে! এবার শীর্ষ আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ হল ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Hemant Soren)। নির্বাচনী প্রচারের জন্য আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু শুক্রবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমো হেমন্ত সোরেনের সেই জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চ বিষয়টি মঙ্গলবার, অর্থাৎ ২১ মে গ্রীষ্মের অবসরকালীন বেঞ্চে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

জমি সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ইডি) র হাতে গত ৩১ জানুয়ারি গ্রেফতার হন হেমন্ত সোরেন। যদিও গ্রেফতারির আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত। ইডির গ্রেফতারিকে ‘বেআইনি’ বলে শীর্ষ আদালতে জানিয়েছিলেনও তিনি। গত ১৩ মে ‘বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন’ (পিএমএলএ) সংক্রান্ত রাঁচীর বিশেষ আদালত হেমন্তের জামিনের আবেদন খারিজ করেছিল। সে দিনই শীর্ষ আদালতের দ্বারস্থ হন হেমন্ত। শুক্রবার এই মামলার শুনানিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছিল ভোট শুরুর অনেক আগে। ফলে তাঁকে অন্তর্বর্তী জামিনের কোনও প্রশ্নই ওঠে না।

পাশাপাশি এদিন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিনের আবেদন সম্পর্কে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ২০ মে-র মধ্যে এ বিষয়ে মতামত জানাতে হবে ইডিকে। উল্লেখ্য, গত ১৩ মে ঝাড়খণ্ডে একটি দফায় ভোট হয়েছে। ২০, ২৫ মে এবং ১ জুন আরও তিন দফায় ভোট রয়েছে এই রাজ্যে।

আরও পড়ুন- বুকে মীণাক্ষির ট্যাটু! সুজিত বসুর সাজ দেখে চোখ কপালে নেটিজেনদের

Related articles

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর...

তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়

পাকিস্তানে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে সন্ধান মিলল পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ৫২ বছরের সরবজিৎ কৌরের।...
Exit mobile version