Sunday, November 16, 2025

ফের চাপে ফেলার চেষ্টা হেমন্তকে! শীর্ষ আদালতে খারিজ জামিনের আবেদন

Date:

ফের চাপে ফেলার চেষ্টা হেমন্ত সোরেনকে! এবার শীর্ষ আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ হল ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Hemant Soren)। নির্বাচনী প্রচারের জন্য আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু শুক্রবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমো হেমন্ত সোরেনের সেই জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চ বিষয়টি মঙ্গলবার, অর্থাৎ ২১ মে গ্রীষ্মের অবসরকালীন বেঞ্চে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

জমি সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ইডি) র হাতে গত ৩১ জানুয়ারি গ্রেফতার হন হেমন্ত সোরেন। যদিও গ্রেফতারির আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত। ইডির গ্রেফতারিকে ‘বেআইনি’ বলে শীর্ষ আদালতে জানিয়েছিলেনও তিনি। গত ১৩ মে ‘বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন’ (পিএমএলএ) সংক্রান্ত রাঁচীর বিশেষ আদালত হেমন্তের জামিনের আবেদন খারিজ করেছিল। সে দিনই শীর্ষ আদালতের দ্বারস্থ হন হেমন্ত। শুক্রবার এই মামলার শুনানিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছিল ভোট শুরুর অনেক আগে। ফলে তাঁকে অন্তর্বর্তী জামিনের কোনও প্রশ্নই ওঠে না।

পাশাপাশি এদিন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিনের আবেদন সম্পর্কে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ২০ মে-র মধ্যে এ বিষয়ে মতামত জানাতে হবে ইডিকে। উল্লেখ্য, গত ১৩ মে ঝাড়খণ্ডে একটি দফায় ভোট হয়েছে। ২০, ২৫ মে এবং ১ জুন আরও তিন দফায় ভোট রয়েছে এই রাজ্যে।

আরও পড়ুন- বুকে মীণাক্ষির ট্যাটু! সুজিত বসুর সাজ দেখে চোখ কপালে নেটিজেনদের

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version