Tuesday, May 6, 2025

দেব আশ্বাস দিয়েছিলেন, পাঁচদিনের মধ্যে চাকরির জন্য দেওয়া টাকা ফেরত পেলেন অভিযোগকারী

Date:

আশা কর্মীর চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল ঘাটালে। সাংসদ দেবের আপ্ত সহায়ক রামপদ মান্নার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। শেষ পর্যন্ত ১ লক্ষ ৮০ হাজার টাকা ফিরে পেলেন অভিযোগকারী গঙ্গেশ সাঁতরা । যদিও ওই পরিবারের বিরুদ্ধে মানহানি মামলা করার হুমকি দিয়েছেন রামপদ মান্না।

দিন কয়েক আগে দেবের আপ্ত সহায়ক রামপদ মান্নার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল চাকরি পাইয়ে দেওয়ার নামে । সেই ঘটনায় ভোটের আগে তোলপাড় হয়েছিল ঘাটাল । গঙ্গেশ সাঁতরা নামে ওই ব্যক্তি অভিযোগ করেছিলেন, মেয়ের আশা কর্মীর চাকরি হবে বলে ঘাটালের সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে এজেন্ট মারফত ১ লক্ষ ৮০ হাজার টাকা দিয়েছিলেন তিনি ।

গঙ্গেশের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তেলিবাজার এলাকায় । তাঁর অভিযোগ ছিল, চাকরি তো হয়নি উলটে টাকা ফেরত চাইলে তা আজ দেবো কাল দেবো করে প্রায় বছর ধরে ঘুরিয়েছেন রামপদ । বরং প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০২৪ এ সাংসদ হওয়ার পর দেবের অনুমতি নিয়ে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন ।

এরপর তাঁরা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করতে যান ৷ কিন্তু অভিযোগ না নেওয়ায় শেষ পর্যন্ত তাঁরা তাদের সমস্ত অভিযোগ নিয়ে ই-মেল মারফত পুলিশ সুপারকে জানান । সেই খবর প্রকাশ্য আসতেই শোরগোল পড়ে যায় ঘাটাল জুড়ে । যদিও সেই ঘটনায় ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব প্রকাশ্যে জানিয়েছিলেন, ঘটনার তদন্ত হবে এবং যে দোষী হবে সে শাস্তি পাবে । ওই ঘটনার পাঁচ দিনের মাথায় টাকা ফিরে পেল সাঁতরা পরিবার ।

যদিও এই ঘটনায় দেবের প্রতিনিধি রামপদ মান্না বলেন, ‘‘এই ঘটনা সম্পর্কে সেদিনও আমি বলেছি আমি কিছুই জানি না ৷ আজও বলছি আমি কিছুই জানি না । ওই ব্যক্তি কেন আমার নামে অভিযোগ করছেন ? তাঁকে আমি চিনিও না ।’’
 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version