Saturday, December 20, 2025

মমতার পদযাত্রা দেখে রাতে ঘুম উড়েছে বিজেপির! সাতসকালেই কাঁথির তৃণমূল নেতাদের বাড়ি সিবিআই

Date:

Share post:

ভোটের মাঝেই ফের বিজেপির (BJP) প্রতিহিংসার রাজনীতি। জনভিত্তি নেই, তাই ভরসা এজেন্সি। ফের সিবিআইকে (CBI) কাজে লাগিয়ে বিরোধীদের দমানোর কৌশল! গতকাল, বৃহস্পতিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিশাল পদযাত্রার পরদিনই আজ শুক্রবার সাতসকালে কাঁথিতে সিবিআই (CBI) হানা।

একুশ সালের ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে এদিন সাতসকালে ৩ নম্বর ব্লকের ভাজাচাউলির দুই তৃণমূল নেতা নন্দদুলাল মাইতি ও দেবব্রত পণ্ডার বাড়িতে হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী। আগামী ২৫ মে রাজ্যে ষষ্ঠ দফায় কাঁথিতে ভোট। তার ঠিক আগেই তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআই হানা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর পদযাত্রার ঠিক পরের দিনই কেন বেছে নেওয়া হল? এর পিছনে বিজেপির স্পষ্ট চক্রান্ত দেখতে পাচ্ছে তৃণমূল।

বৃহস্পতিবার কাঁথি শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো আক্ষরিক অর্থে ঐতিহাসিক হয়ে উঠল। রোড শো ঘিরে জনস্রোত নেমেছিল শহরে। স্বতঃস্ফূর্ত সাড়া দেখে অভিভূত মুখ্যমন্ত্রী। উলুধ্বনি, ধামসা মাদলের তালে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি শহরবাসীর মনে দীর্ঘদিন মনে থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পারস্পরিক মতবিরোধ মিটিয়ে কাঁথি সাংগঠনিক জেলার সকল নেতা মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিতে শামিল হন। তাঁদের একযোগে লড়াই করার বার্তা দিলেন নেত্রী। মাথা নেড়ে তাঁরা নেত্রীর আদেশ অক্ষরে অক্ষরে পালন করবেন বলেও কথা দিলেন। অনেকেই বলছেন, রাজনৈতিক কর্মসূচিতে কাঁথি শহরে এরকম জমায়েত এর আগে দেখা যায়নি।

নেত্রীর পদযাত্রার পর যখন কাঁথিতে টগবগ করে ফুটছে তৃণমূল, ঠিক সেই সময় ছন্দপতন ঘটাতে বিজেপির এই এজেন্সি চক্রান্ত। ২০২১ সালের বিধানসভা ভোটে এগরা থানার বাথুয়াড়ি এলাকায় জন্মেঞ্জয় দলুই নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ছিল কাঁথির তৃণমূল নেতা নন্দদুলাল মাইতির বিরুদ্ধে। যদিও সিবিআই-এর তালিকায় নন্দদুলালের নাম নেই। রয়েছে তাঁর ছেলে বুদ্ধদেব মাইতির নাম। এদিন সিবিআইয়ের আধিকারিকরা বুদ্ধদেবকে না পেয়ে নন্দদুলালকে জেরা করার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। অপরদিকে, তৃণমূল নেতা দেবব্রত পন্ডাকে না পেয়ে তার মেয়েকে জেরা করে বলে খবর। এদিকে অভিযানের খবর পেয়ে সিবিআইয়ের তালিকায় এক নম্বরে নাম থাকা কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশচন্দ্র বেজেরও খোঁজ পায়নি সিবিআই।

ভোটের মুখে সিবিআই হানা নিয়ে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযূষকান্তি পণ্ডা বলেন, “বৃহস্পতিবারের পদযাত্রা দেখে কাঁথির বিজেপি নেতারা রাতে ঘুমোতে পারেননি। তাই রাজনৈতিকভাবে না পেরে ভোট বানচাল করতে এদিন ভোরে সিবিআইকে মাঠে নামিয়েছে। এর উওর মানুষ দেবে।”

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...