চতুর্থ দফার ভোট শেষ, এবার লড়াই পঞ্চম দফার। আগামী ২০ মে ভোট রয়েছে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, শ্রীরামপুর, হুগলি, উলুবেড়িয়া, আরামবাগে। তার আগে ভোট প্রচারে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর মাত্র দু’দফার পরেই ভোট কলকাতায়। তাই আত্মতুষ্টিতে না ভুগে শহরের ভোট প্রচারেও কোনও খামতি রাখতে চাইছে না তৃণমূল। শেষবেলায় কোথায় কোথায় প্রচার হবে ,তার সূচিও ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। সেই প্রচার পর্বেও থাকছে পদযাত্রা, জনসভা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শেষ লগ্নে কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ দু জায়গাতেই জোরকদমে প্রচার করবেন তৃণমূল নেত্রী।

আগামী ২৭ মে বেলেঘাটা থেকে শ্যামবাজার পদযাত্রা করবেন মমতা। ২৮ মে জনসভা রয়েছে বেহালায়। ৩০ মে যাদবপুর থেকে হাজরা পদযাত্রা করবেন। ২৯ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা রয়েছে মমতার। ভোট ঘোষণার পর ৩১ মার্চ থেকে প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী। তার পর থেকে টানা প্রচার চালাচ্ছেন তিনি। বাংলায় উত্তর দিয়েই প্রচার শুরু করছেন মমতা। এরপর দক্ষিণে ফিরছেন তিনি। ১ জুন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণের পাশাপাশি দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুরে ভোট রয়েছে।
এত দিন অন্যান্য জেলায় দলের প্রার্থীদের হয়ে প্রচার করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার থেকে ডায়মণ্ডে প্রচার শুরু করছেন তিনি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ছ’টি রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনটি জনসভাও করবেন তিনি। ডায়মণ্ড হারবার কেন্দ্রের অন্তর্গত মেটিয়াবুরজে অভিষেকের সঙ্গে থাকবেন তৃণমূল সুপ্রিমোও।
