শুধু জনসমুদ্র। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya) সমর্থনে রাজ ময়দান থেকে হসপিটাল মোড় পর্যন্ত তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শো-এ আবেগে ভাসল তমলুক। শুক্রবার, রোড শো-তে অভিষেক ম্যাজিক। দলীয় প্রার্থী দেবাংশুকে পাশে নিয়ে হুড খোলা গাড়িতে রোড শো করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তমলুকের রাস্তা কার্যত চলে যায় তৃণমূলের দখলে। রাস্তার দুধারেই শুধু নয়, অভিষেককে একঝলক দেখতে বাড়ির ছাদ, বারান্দাও ছিল ভিড়ে ঠাসা।
এদিন তমলুক রাজ ময়দান থেকে হসপিটাল মোড় পর্যন্ত রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হাত নেড়ে উপস্থিত জনতার উচ্ছ্বাসের জবাব দেন অভিষেক ও দেবাংশু। হুড গাড়ির উপর দাঁড়িয়ে গোলাপের পাঁপড়ি উড়িয়ে দেন অভিষেক। উদ্বেল হয়ে ওঠে জনতা। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।
উত্তর থেকে দক্ষিণ- বাংলাজুড়ে সাংগঠনিক বৈঠক থছেকে শুরু করে জনসভার পাশাপাশি দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করছেন অভিষেক। প্রতিটি রোড-শোতেই জনপ্লাবন। তমলুকও তার ব্যাতিক্রম নয়।