Friday, December 12, 2025

যে কারণে তমলুকে হারবেন অভিজিৎ! দেবাংশুর হাতে মোক্ষম অস্ত্র তুলে দিলেন খোদ বিচারপতি!

Date:

Share post:

আগামী ২৫ মে ষষ্ঠ দফায় তমলুক (Tamluk) লোকসভা কেন্দ্রে ভোট। প্রকৃত অর্থেই এই কেন্দ্র এবার নজরকাড়া! এবার রাজ্যে যে আসনে বিজেপি-তৃণমূল (BJP-TMC) সম্মানের লড়াই, তার মধ্যে প্রথম সারিতেই পড়বে পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্রটি। এখানে সরাসরি লড়াই স্বেচ্ছাবসর নেওয়া বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Avijit Ganguly) সঙ্গে তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya)।

প্রেস্টিজ ফাইটের এই মঞ্চে খেলা শুরু করে দিলেন তৃণমূলের দেবাংশু! যে খেলায় দেবাংশু বলে বলে গোল দেওয়ার জায়গায় আছেন। আসলে তাঁর হাতে অস্ত্র তুলে দিয়েছেন খোদ বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! সেম সাইড গোল বিচারপতির! আর তাঁর এই একটি ভুলেই ম্যাচ বের করে আনতে পারেন দেবাংশু! এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন ভাষায় আক্রমণ করছেন। প্রাক্তন বিচারপতি তাঁর বক্তব্যের একটি অংশে বলছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও?” মহিলাদের প্রতি এমন মন্তব্যকে মারাত্মক, ভয়ঙ্কর বললেও কম বলা হয়! আর ভোটের ময়দানে দেবাংশু ভট্টাচার্য তাঁর প্রতিদ্বন্দ্বীর এমন মন্তব্যকেই হাতিয়ার করলেন। বলা যায়, বিচারপতির তুলে দেওয়া অস্ত্রতেই তমলুকের মাটিতে খেলা শুরু করে দিলেন তৃণমূলের দেবাংশু!

তমলুকের তৃণমূল প্রার্থী।একটা পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। সেখানে তিনি লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও?” এক্স হ্যান্ডেলে এই পোস্টের প্রথমের এই লাইনটি পড়ে চমকে উঠছেন অনেকেই। আসলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য টেনে তাঁর এই পোস্ট।

এরপরই দেবাংশু লিখেছেন, এর আগে সন্দেশখালি মহিলাদের মর্যাদাকে দাম দিয়ে নির্ধারন করার চেষ্টা করেছিল আর এখন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর জন্য দাম নির্ধারন করছে। বাংলার মহিলারা তাঁদের প্রিয় দিদির প্রতি ক্রমাগত এই অপমান ও আক্রমণের প্রতিশোধ নেবেন। এরপর তিনি তৃণমূলের একটা পোস্টকে শেয়ার করেছেন। সেখানে লেখা হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। তিনি ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর আর্থিক দাম ঠিক করার চেষ্টা করছেন। তিনি শুধু একথা বলে তাঁকেকে অপমান করছেন না, গোটা বাংলার মহিলাদের অপমান করছেন।

সম্প্রতি তমলুক লোকসভার হলদিয়ার চৈতন্যপুরে সভা করতেই গিয়ে সন্দেশখালি প্রসঙ্গ টেনে এনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তোমার রেট ১০ লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করে বাইরে বেরোও বলে?” এখানেই শেষ নয়, ভিডিওতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ মহিলা তো!

খোদ প্রধানন্ত্রী নরেন্দ্র মোদি, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের পর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন অপমানজনক ও কুরুচিকর মন্তব্য করে আসলে তৃণমূলের হাতেই অস্ত্র তুলে দিলেন। প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী কুকথায় দিলীপ ঘোষেদেরও হার মানলেন। একজন মহিলা সম্পর্কে অভিজিতের মুখের ভাষা দিলীপ ঘোষকেও লজ্জা দেবে! এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করে ও কুকথা বলে নিজেদের পায়ে কুড়ুল মেতেছিল। এবার ঠিক সেই ভুলটাই করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আসলে সন্দেশখালিতে স্ট্রিং অপারেশনের পর খেই হারিয়ে ফেলেছে বিজেপি। সন্দেশখালিতে বিজেপির কীর্তিকলাপ ফাঁস হয়ে যেতেই বেলাগাম আক্রমণ শুরু করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। এবং সেটা বুমেরাং হতে চলেছে বিজেপি ও তমলুকে তাঁদের প্রার্থী প্রাক্তন বিচারপতির জন্য।

spot_img

Related articles

যৌনপল্লির মহিলাকে বাড়িতে আনতে বাধা: মাকে মারধর-নগ্ন ভিডিও তুলে পতিতাপল্লিতে রেখে এলেন যুবক

যৌনপল্লির (Brothel Home) মহিলাকে বাড়িতে চায় পুত্র। সেই ইচ্ছেয় সম্মতি না দেওয়ায় মা-কে বেদম মারধর করার অভিযোগ উঠল...

MGNREGA থেকে PBGRY: নাম বদল মোদি সরকারের, ‘মহাত্মা’ শব্দ বাদের তীব্র বিরোধিতা কুণালের

১০০ দিনের কাজ করিয়ে টাকা দেয়নি। বঞ্চিত বাংলা। সেই টাকা দেওয়ার নাম নেই উল্টে বাংলাকে আপমান করতে MGNREGA...

তিনবারের মোদি জমানায় প্রথমবার জনগণনা: খরচ হবে ১১ হাজার কোটি

প্রথমবার জনগণনা করতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। এতদিনে সম্মতি মিলিছে মন্ত্রিসভার। তবে তা শুরু হতেই এখনও একবছরের বেশি...

সোনালির স্বাস্থ্যের খোঁজ সুপ্রিম কোর্টের: স্বামীকে ফেরানো নিয়ে রায় নতুন বছরে

বাংলাদেশ থেকে সদ্য দেশে, নিজের বাড়িতে ফেরা সোনালি খাতুনের স্বাস্থ্যের খোঁজ নিল দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে তাঁর...