Wednesday, December 17, 2025

স্বাতী মালিওয়াল লাঞ্ছনা: প্রথম ভিডিও-তে সাংসদের অশ্রাব্য গালিগালাজ!

Date:

Share post:

দিল্লির আপ সাংসদ স্বাতী মালিওয়ালের লাঞ্ছনার ঘটনায় প্রথম ভিডিও প্রকাশ্যে এল। ইতিমধ্যেই তিনি দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন যেখানে চড় মারা এমনকি পেটে লাথি মারার মতো মারাত্মক অভিযোগ এনেছেন তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক বিভব কুমারের বিরুদ্ধে। তার পরেই ঘটনার দিনের একটি ভিডিও প্রকাশ্যে আসার পরে দেখা যাচ্ছে তিনি অশ্রাব্য ভাষার গালিগালাজ করছেন মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তারক্ষীদের। যেখানে উল্টোদিকে কর্মীরা তাঁকে সবিনয়ে অনুরোধ করছেন।

নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনে খানিকটা স্বস্তি পেয়েছিল আপ। কিন্তু কেজরির বাড়িতে তাঁর আপ্তসহায়কের হাতে আপ সাংসদ স্বাতী মালিওয়ালের লাঞ্ছনার অভিযোগ ঘিরে ফের বেকায়দায় আপ। বৃহস্পতিবার রাতে দিল্লি পুলিশের কাছে দায়ের করা অভিযোগে স্বাতী লিখেছেন কেজরির আপ্ত সহায়ক বিভব কুমার তাঁকে প্রথমে মৌখিক অপমান করেন। এরপর বিনা প্ররোচনায় সাত থেকে আটবার চড় মারেন। বুকে পেটে ও গোপণাঙ্গে আঘাত করতে থাকেন। তিনি নিজের অসুস্থতার কথা বললেও তাঁকে ছাড় দেওয়া হয় না। তিনি সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। শেষে আত্মরক্ষায় তিনি বিভবকে পা দিয়ে দূরে সরিয়ে দেন। এরপর বিভব তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে টেনে হিঁচড়ে বের করার চেষ্টা করেন। এবং তাঁর বুকে, পেটে ও পেলভিসে লাথি মারেন বিভব।

অভিযোগে তিনি আরও দাবি করেন, এই ঘটনার পর তিনি ১১২ ডায়াল করে পুলিশের সাহায্য চাইলে নিরাপত্তারক্ষীরা তাঁর কথা শোনেনি। তাঁকে বেরিয়ে যাওয়ার জন্য চাপ দেয়। এমনকি পুলিশ আসারও অপেক্ষা করে না তারা।

বৃহস্পতিবার রাতে অভিযোগ দায়ের করার পরই শুক্রবার সকালে ভাইরাল হয় কেজরিওয়ালের বাড়ির ভিতরের ঘটনার সকালের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে সোফায় বসে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন। নিরাপত্তারক্ষীরা তাঁকে হাত জোড় করে অনুরোধ করার পরেও তিনি বাইরে যেতে চাইছেন না। উপরন্তু সেখানে বসেই তিনি ১১২ ডায়াল করেন। এরপর অশ্রাব্য ভাষায় গালাগালি করেন স্বাতী। নিরাপত্তারক্ষীরা তাঁকে এমন কথা বলতে নিষেধ করলেও তিনি তাঁদের কথায় কর্ণপাত করেন না। অন্যদিকে আপ সাংসদের অনুরোধে এই ঘটনার স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে জাতীয় মহিলা কমিশন, জানান কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।

spot_img

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...