Friday, December 26, 2025

সিঙ্গাপুর মেট্রোর ছবি দিয়ে মোদির বিজ্ঞাপন! বিজেপিকে “ভারতীয় জুমলা পার্টি” কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

১০ বছরে কোনও উন্নয়ন করেনি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। শুধু বিজ্ঞাপন আর চমক দিয়েই প্রধানমন্ত্রী হিসেবে দুটি টার্ম কাটিয়ে দিলেন মোদি। ভোট আসতে মানুষকে বোকা বানাতে ফের মিথ্যার আশ্রয়। জুমলার পথ বেছে নিয়েছে বিজেপি। উন্নয়নের প্রশ্নে নিজেদের ব্যর্থতা ঢাকতে ভোটের বিজ্ঞাপনে ভুয়ো ছবি ব্যবহার করছে বিজেপি!

কিন্তু শেষরক্ষা হয়নি। মোদির মিথ্যাচার ফাঁস করে তৃণমূলের অভিযোগ, বিদেশের মাটিতে হওয়া উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডকে নিজেদের বলে দাবি করছে বিজেপি! এমনকী, মানুষকে বিভ্রান্ত করতে সেই ভুয়ো ছবিও ব্যবহার করছে তারা। যেহেতু গত ১০ বছরে বিজেপি কোনও উন্নয়ন করেনি, তার জন্যই তাদের এই প্রতারণার আশ্রয় নিতে হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অ্যান্ড কোম্পানির ভুয়ো প্রতিশ্রুতির প্রবল সমালোচনা করে তৃণমূল কংগ্রেস।

সম্প্রতি, বঙ্গ বিজেপির পক্ষ থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। সেখানে দাবি করা হয়, গত ১০ বছরে নরেন্দ্র মোদি দেশের ২০টিরও বেশি শহরে মেট্রো রেল পরিষেবা চালু করেছেন। সেখানে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেটি আসলে সিঙ্গাপুরের মেট্রো রেলের ছবি!

এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, “প্রধানমন্ত্রী যখনই কথা বলেন, তখনই মিথ্যাচার করেন। তাঁর প্রত্যেকটি গ্যারান্টিই যে ভুয়ো, তা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গিয়েছে। তিনি বছরে ২ কোটি মানুষকে চাকরি দেওয়া নিয়ে মিথ্যাচার করেছেন। আর এখন প্রধানমন্ত্রী বলছেন, ২০টি শহরে মেট্রো রেল পরিষেবা শুরু করেছেন। যদিও, এই সংক্রান্ত বিজ্ঞাপনটিতে যে ছবি ব্যবহার করা হয়েছে, তা সিঙ্গাপুর মেট্রোর। যার অর্থ, এই দাবিটিও ভুয়ো! প্রধানমন্ত্রীর ব্যাখ্যা দেওয়া উচিত, কেন ভারতীয় জনতা পার্টি আজ ভারতীয় জুমলা পার্টিতে পরিণত হয়েছে।’’

প্রসঙ্গত, ভোটারদের প্রভাবিত করতে বিজেপি যে এই প্রথম এমন কীর্তি ঘটিয়েছে, তা কিন্তু নয়। অতীতেও বিজেপি তৃণমূল সরকারের উন্নয়নের মডেল চুরি করেছে এবং বাংলার সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিজেদের অবদান বলে চালানোর অপচেষ্টা করেছে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে যোগী আদিত্যনাথের সরকার কলকাতার মা উড়ালপুলের ছবি ব্যবহার করে সংবাদপত্রের পৃষ্ঠাজুড়ে বিজ্ঞাপন দিয়েছিল এবং সেই ছবিকে উত্তরপ্রদেশের উন্নয়নের প্রতীক হিসাবে তুলে ধরেছিল!

সেই বছরেরই নভেম্বর মাসে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক পশ্চিমবঙ্গের দুর্গাপুর বিমানবন্দরের ছবি ‘শেয়ার’ করে সেগুলি উত্তরাখণ্ড বিমানবন্দরের ছবি বলে চালানোর চেষ্টা করেছিল। এমনকী, ত্রিপুরার বিজেপি সরকারও কলকাতার ছবি ব্যবহার করে পথনিরাপত্তা সংক্রান্ত অনুষ্ঠানের পোস্টার তৈরি করেছিল! এবার লোকসভা ভোট সিঙ্গাপুরের ঝাঁ চকচকে মেট্রোর ছবি বিজ্ঞাপনে ব্যবহার করে ভারতের বলে চা দিতে চেয়েছিল।

spot_img

Related articles

রাতের অন্ধকারে সরল আসবাব! ১০ সার্কুলার রোডের বাংলো ছাড়ছে লালু-পরিবার

এবার ক্ষমতায় এসেই লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) পরিবারকে ১০ সার্কুলার রোডের বাংলো থেকে তোড়জোড় শুরু করেছিলেন...

ফের টরেন্টোতে খুন ভারতীয় ছাত্র! বিশ্ববিদ্যালয়ের সামনেই গুলি

হিমাংশি খুরানার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের টরেন্টোতে (Toronto) খুন আরেক ভারতীয় যুবক। নিহত পড়ুয়ার নাম শিবাংঙ্ক...

বৈভবের মুকুটে নতুন পালক, রাষ্ট্রপতির থেকে পেলেন সর্বোচ্চ সম্মান

তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর (vaibhav Suryavanshi)মুকুটে এবার জুড়ল নতুন পালক, নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টিনএজার ক্রিকেটার...

ফের মমতার দেখানো পথে ডবল ইঞ্জিন সরকার! ‘মা ক্যান্টিনে‘র আদলে দিল্লিতে ‘অটল ক্যান্টিন’

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একের পর এক জনমুখী প্রকল্প নকল করে প্রচারের আলোয় থাকতে চাইছে বিজেপি...