Thursday, August 28, 2025

রাজভবনকাণ্ডে নয়া মোড়: রাজভবনেরই ৩ কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের

Date:

যত তদন্ত এগোচ্ছে ততই প্রকাশ পাচ্ছে রাজভবনে অস্থায়ী কর্মীর শ্লীলতাহানির অভিযোগের বিভিন্ন তথ্য। এবার অভিযোগকারিণীকে জোর করে আটকে রাখার অভিযোগে রাজভবনের ৩ কর্মীর বিরুদ্ধে ১৬৬ ও ৩৪১ ধারায় অভিযোগ দায়ের করল কলকাতা পুলিশ। শুক্রবার, হেয়ার স্ট্রিট (Hare Street) থানায় রাজভবনের ৩ কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে রাজভবনে অস্থায়ী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে সপ্তাহ দুয়েক আগে শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। ঘটনার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), তৃণমূলের সর্বভারতীর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। রাজভবনের তরফ থেকে এই ঘটনায় কলকাতা পুলিশের (Kolkata Police) সঙ্গে বিন্দুমাত্র সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ।

তরুণীর অভিযোগ, ঘটনার দিন তাঁকে ঘরে ডাকার পর, সুপারভাইজারকে সঙ্গে নিয়ে গেল তাঁকে বের করে তরুণীর শ্লীলতাহানি করেন আনন্দ বোস। কনফারেন্স রুম থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে নীচে নেমে আসেন তিনি। কনফারেন্স রুম, রাজ্যপালের অফিস, এডিসির অফিস পেরিয়ে যাওয়ার সময়েই রাজ্যপাল ফোন করে মহিলাকে আটকাতে নির্দেশ দেন বলে অভিযোগ। তার পর তিনকর্মী তাঁকে জোর করে টানতে টানতে অফিসে নিয়ে যান। তরুণী চিৎকার করে প্রতিবাদ করেন। কিন্তু অভিযোগ, তাঁকে ঘরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়, মোবাইল কেড়ে নেওয়া হয়। এসব কথা প্রকাশ করা যাবে না বলে হুমকিও দেওয়া হয়। কোনক্রমে ওই ঘর থেকে বেরিয়ে নীচে নেমে আসেন অভিযোগকারিণী। নিজেই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন- লোকসভা নির্বাচন ২০২৪: সৃজন-সায়রার সমর্থনে শহরে মহামিছিল বামেদের

তদন্ত শুরু করার পরে আইনজ্ঞদের পরামর্শ অনুযায়ী, রাজভবনের ৩ কর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ১৬৬ ধারায় অভিযোগ দায়ের করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। এর পাশাপাশি এদিন ব্যাংকশাল আদালতে ৫ ঘন্টা ধরে অভিযোগ কারিণীর গোপন জবানবন্দি নেওয়া হয় বলে সূত্রের খবর।

আরও পড়ুন- লোকসভা নির্বাচন ২০২৪: সৃজন-সায়রার সমর্থনে শহরে মহামিছিল বামেদের

Related articles

মমতা-অভিষেকের পোস্টার হাতে জয় বাংলা স্লোগান, ভিড় বাড়ছে মেয়ো রোডে

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP foundation day) উপলক্ষে সকাল থেকে শহরের সব পথ মিশেছে মেয়ো রোডের রাস্তায়।...

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনার সঙ্গে গুলির লড়াই, মৃত ২ জঙ্গি!

বৃহস্পতির সকাল থেকেই ভূস্বর্গে সেনা-জঙ্গির লড়াই। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতেই বান্দিপোরায় দুই জঙ্গিকে খতম করল...

TMCP-র প্রতিষ্ঠা দিবসের জাতীয়তাবাদী অভিনন্দন মমতার, নতুন সংকল্পে এগিয়ে যাওয়ার আহ্বান অভিষেকের 

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় করতে...

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...
Exit mobile version