Thursday, August 21, 2025

হরিয়ানায় তীর্থযাত্রী বোঝাই বাসে বিধ্বংসী অগ্নিকাণ্ড! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Date:

লোকসভা ভোটের (Loksabha Election) আবহে যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন! দুর্ঘটনার জেরে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। সূত্রের খবর, শুক্রবার রাত দেড়টা নাগাদ হরিয়ানার (Hariyana ) নুহ জেলায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। বাসটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন বলে খবর। তাঁদের মধ্যে অধিকাংশই তীর্থযাত্রী। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এদিন বাসটি বৃন্দাবন এবং মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। কিন্তু নুহেরের কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটিতে আচমকা আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ঝলসে পুড়ে মৃত্যু হয় ৯ জনের। বিষয়টি নজরে আসতেই স্থানীয়েরা চলন্ত বাসে আগুন দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে।

এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে এসে কিছুক্ষণের মধ্যেই বাসটিকে নিয়ে যায় দমকল। নিয়ন্ত্রণে আনা হয় আগুন। তবে বাসের এক মহিলা যাত্রীর অভিযোগ, এদিন গাড়িটি বাম্পারে ধাক্কা খাওয়ার কারণে আচমকা আওয়াজ কানে আসে‌। পরে পোড়া গন্ধ পেয়ে আগুন লাগার ঘটনা নিশ্চিত হয়। এক জন বাইকআরোহী তখন চালককে আগুন লাগার বিষয়ে সতর্ক করেন।


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version