Thursday, November 6, 2025

আপ নেতাদের জেলে ভরাই উদ্দেশ্য! বিজেপির সদর দফতরে পৌঁছে মোদিকে ধুয়ে দিলেন কেজরি

Date:

যেভাবেই হোক আপ (AAP) নেতা-কর্মীদের জেলে ভরতে হবে! এই উদ্দেশে লোকসভা ভোটের (Loksabha Election) আবহে আম আদমি পার্টিকে ঠেকাতে অপারেশন ঝাড়ু চালাচ্ছে বিজেপি (BJP)। দিল্লির মুখ্যমন্ত্রীকে (Delhi Chief Minister) গায়ের জোরে জেলে আটকে রাখতে না পারলেও আপ সাংসদ স্বাতী মালিওয়ালকে (Swati Malliwal) টোপ হিসাবে ব্যবহার করে আপ নেতাদের গ্রেফতার ও হেনস্থা করতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রের মোদি সরকার। আর তারই প্রতিবাদে চরম ক্ষুব্ধ হয়ে রবিবারই আপ নেতা, কর্মীদের সঙ্গে নিয়ে বিজেপির সদর দফতরে পৌঁছে যান কেজরি। শনিবারই মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে আপ সুপ্রিমো জানান, রবিবার কর্মী, সমর্থকদের নিয়ে বিজেপির সদর দফতরে যাব, যাকে পারবেন গ্রেফতার করবেন। পারলে সমস্ত নেতাকেই গ্রেফতারের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন আবগারি মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী। শনিবারই স্বাতী মালিওয়ালের অভিযোগের ভিত্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের আপ্ত সহায়ক বিভব কুমারকে গ্রেফতার করে দিল্লি পুলিশ (Delhi Police)।

কেজরিওয়ালের চ্যালেঞ্জকে গুরুত্ব দিয়েই সকাল থেকে রাজধানী শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কথা মতো এদিন বেলার দিকে বিজেপি সদর দফতরে কর্মী, সমর্থকদের নিয়ে কেজরিওয়াল পৌঁছলেও পুলিশি তৎপরতায় বড়সড় কোনও অশান্তি ছড়ায়নি বলে খবর। এরপরই দলীয় দফতরে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির ভাঁওতাবাজির রাজনীতির পাশাপাশি মোদিকে ধুয়ে দেন কেজরি। তিনি সাফ বলেন, আপকে ঠেকাতে ‘অপারেশন ঝাড়ু’ চালাচ্ছে বিজেপি। উদ্দেশ্য হল যেভাবেই হোক আপ নেতাকর্মীদের জেলে ভরা। বিজেপির লক্ষ্য, আমাদের দল যাতে আরও বড় না হয়ে ওঠে, সেকারণে একের পর এক প্রতিহিংসার রাজনীতি চালিয়ে যাচ্ছেন মোদি।

কেজরিওয়াল মনে করিয়ে দেন, অপারেশন ঝাড়ু ব্যবহারে আপের শীর্ষ নেতৃত্বকে আগামীদিনে একে একে গ্রেফতারের ছক করছে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক। কেজরি দাবি করেন, ইতিমধ্যে ইডির আইনজীবীরা আদালতকে জানিয়েছেন নির্বাচনের পর আপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা হবে। তারা আরও জানিয়েছেন, এখন অ্যাকাউন্ট বন্ধ করলে নির্বাচনে সমবেদনা পাবে আপ। সেকারণে ভোটের পর এসব ব্যবস্থা নেওয়া হবে। কেজরির দাবি, গ্রেফতার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং দলীয় দফতর বন্ধ করা আপের বিরুদ্ধে এই তিন পরিকল্পনা নিয়েছে বিজেপি।

Related articles

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...
Exit mobile version