Saturday, January 10, 2026

নিশ্চিত পরাজয় জেনে উন্মাদের মতো আচরণ! বিজেপি নেতার ‘বাঁশপেটা’ মন্তব্যের পাল্টা তৃণমূলের

Date:

Share post:

হাতে গোনা আর মাত্র কিছু সময় বাকি। আর তার আগেই বিজেপি (BJP) নেতার মন্তব্যে রীতিমতো অশান্ত হয়ে উঠল বনগাঁ (Bongaon)। সূত্রের খবর, নিজেদের পায়ের তলার মাটি হারিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে আসছেন গেরুয়া শিবিরের নেতা, কর্মীরা। এবার সরাসরি দলীয় কর্মীদের বাঁশপেটার নিদান দিলেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল (Debdas Mondal)। ভোটের (Loksabha ELection) মুখেই বিজেপি নেতার এমন মন্তব্যে শুরু হয়েছে জোর বিতর্ক। তৃণমূলের পাল্টা অভিযোগ, হার নিশ্চিত বুঝে পাগলের প্রলাপ শুরু বিজেপির। তবে এসব ধমকানি চমকানিতে যে লাভের লাভ কিছুই হবে না তা সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, রীতিমতো সাংবাদিক বৈঠক করে দলীয় কর্মীদের বাঁশ দিয়ে পেটানোর দাওয়াইয়ের পাশাপাশি মহিলাদেরও ঝাঁটা, খুন্তি নিয়ে বিদায় দেওয়ার আবেদন দেবদাসের। ঠিক ভোটের কয়েকঘণ্টা আগে দিলেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতির মন্তব্যে শুরু হয়েছে জোর বিতর্ক। দেবদাস বলেন, যদি কোনও দলের হার্মাদ, গুন্ডাবাহিনী আপনাদের বাড়িতে আসে, বাড়িতে থাকা ঝাঁটা-খুন্তি নিয়ে বিদায় দেবেন আপনারা। পাশাপাশি বিজেপির কার্যকর্তা এবং জনসাধারণের উদ্দেশে তাঁর সাফ বার্তা মানুষকে বলব, কেউ ভোট দিতে বাধা দিলে তিন হাত লম্বা বাঁশ রেডি করে রাখবেন। ঠ্যাং মেরে ভেঙে দেবেন। মেরুদণ্ড সোজা করে ভোট দেওয়ার আর্জি জানান তিনি। দেবদাসের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের প্রশ্ন, নিরাপত্তার বিষয়টি দেখভাল করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ভোটার বা দলীয় কর্মীদের লাঠি ধরার নির্দেশ দিয়ে ভোটের পরিচালন ব্যবস্থাকেই কাঠগড়ায় তুলছেন দেবদাস।

বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, লোকসভায় পরাজয় নিশ্চিত জেনেই বিজেপির পায়ের তলার মাটি হারিয়ে গিয়েছে। নিশ্চিত পরাজয় জেনে উন্মাদের মতো আচরণ করছেন। শেষে কথা তো মানুষ বলবেন, এখানে বিজেপির গুন্ডামির কী আছে! আসলে, বিশ্বজিৎ দাস লক্ষাধিক ভোটে জিততে চলেছেন। তা বুঝতে পেরেই পাগলের প্রলাপ বকে যাচ্ছেন। দেবদাসের তোলা পোস্টার ছেঁড়ার অভিযোগও মানতে চাননি প্রসেনজিৎ।

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...