Monday, November 10, 2025

রাহুল টোডির উদ্যোগে শ্রাচী স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া, নতুন বাণিজ্যিক সহযোগী পেল IFA 

Date:

বাংলার ফুটবলের উন্নতিতে এবার নয়া উদ্যোগ নিল শ্রাচী স্পোর্টস। এক কথায় বলতে গেলে আইএফএ (IFA) নতুন বাণিজ্যিক সহযোগী পেল। শ্রাচী স্পোর্টসের (Shrachi Sports) সঙ্গে গাঁটছড়া বাঁধল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। শনিবার শহরের একটি পাঁচতারা হোটেলে মউ (Mou ) স্বাক্ষরিত হয়। শ্রাচী স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি (Rahul Todi) জানান, এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতে আইএফএর (IFA) লোগো সম্বলিত উত্তরীয় তুলে ধরে তিনি বলেন, এশিয়ার অন্যতম প্রাচীন এই ফুটবল সংস্থার সঙ্গে যুক্ত হতে পারাটা একটা আলাদা আবেগ। একেবারে তৃণমূল স্তর থেকে তুলে নিয়ে এসে ফুটবলকে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়াটাই মূল লক্ষ্য। এই খেলার সঙ্গে অনেকের কর্মসংস্থান জড়িয়ে আছে। তাই সেই ভাবনাকেও যথাযথ গুরুত্ব দিয়ে দেখতে এমন উদ্যোগ। IFA- এ যাতে তাদের স্টেক হোল্ডারদের বিশ্বমানের পরিষেবা দিতে পারে সেই ভাবনাকে এগিয়ে নিয়ে যাবে শ্রাচী স্পোর্টস।

কলকাতা লিগ, শিল্ড এবং ফুটসল প্রতিযোগিতার জন্য স্পনসর, টিভি সম্প্রচার এবং বাণিজ্যিকরণের দায়িত্ব থাকবে শ্রাচী স্পোর্টসের উপর। আপাতত তিন বছরের চুক্তি। প্রথম বছরে আইএফএ পাবে আড়াই কোটি টাকা। এছাড়াও জেলা লিগ, টুর্নামেন্ট আয়োজন, কোচেদের প্রশিক্ষণ-সহ বিভিন্ন বিষয়েও সাহায্য করবে আইএফএ-র নতুন সহযোগী। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের সমস্ত ম্যাচের সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করবে IFA-র নতুন সঙ্গী।এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার প্রসঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্ত (Anirban Dutta) বলেন, “বাংলার ফুটবলকে অন্য উচ্চতায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বাংলার বিভিন্ন এলাকায় ফুটবলের প্রসার ঘটাতে এই বন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।“

শ্রাচী স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডিও জানান যে, ক্রিকেট এদেশে যেভাবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে এবং ক্রিকেটারদের লাইফস্টাইলের পরিবর্তন হয়েছে ঠিক তেমনভাবে ফুটবলকেও এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাঁর সংস্থা। স্কুল থেকে শুরু করে ক্লাব স্তর হয়ে রাজ্য এবং জাতীয় স্তরে কীভাবে প্রতিভাবান ফুটবলারদের তুলে ধরার পাশাপাশি বাণিজ্যিক দিক থেকে অনেক বেশি করে সাহায্য করা যায় সেই ভাবনাও রয়েছে তাঁদের।


 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version