এবার মাঠের বাইরেও মেসিকে টেক্কা দিলেন রোলান্ডো

ফোর্বসের সমীক্ষা অনুযায়ী, রোনাল্ডোর আয় ২৬০ মিলিয়ন ডলার।

এবার মাঠের বাইরেও লিওনেল মেসিকে টেক্কা দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার ফোর্বসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদের তালিকায় মেসিকে হারালেন সিআরসেভেন।

ফোর্বসের সমীক্ষা অনুযায়ী, রোনাল্ডোর আয় ২৬০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২০০০ কোটি টাকার উপরে। বিশ্বের সমস্ত ক্রীড়াবিদদের তালিকায় একনম্বরে রয়েছেন তিনি। রোনাল্ডোর পরই দ্বিতীয়স্থানে রয়েছেন স্পেনের গলফ খেলোয়াড় জন রাহম। তারপরই রয়েছেন লিওনেল মেসি। আর্জেন্তাইন তারকা রয়েছেন তৃতীয় স্থানে। মেসির বার্ষিক আয় ১৩৫ মিলিয়ন ডলার। এদিকে ষষ্ঠস্থানে রয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। এমবাপের আয় ১১০ মিলিয়ন ডলার। এমবাপের পরেই রয়েছেন নেইমার জুনিয়র। তাঁর আয় ১০৮ মিলিয়ন ডলার।

আরও পড়ুন- শ্রেয়স-ঈশানের প্রতি নরম হল বোর্ড, কী করল বিসিসিআই ?