Friday, November 7, 2025

গুজরাটে ধৃত আইএস জঙ্গি! মোদির রাজ্যেই নাশকতার বীজ?

Date:

Share post:

এবার প্রধানমন্ত্রীর নিজের রাজ্য থেকে জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেফতার করল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আমেদাবাদ বিমানবন্দর থেকে চার আইএসআইএস জঙ্গির গ্রেফতারির ঘটনায় প্রশ্নের মুখে গুজরাটের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও। গুজরাটে ঘাঁটি গেঁড়ে কোন নতুন নাশকতার ছক কষছিল জঙ্গিরা, তদন্তে গুজরাট পুলিশ।

গুজরাট পুলিশের ডিজি বিকাশ সহায় জানান, আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমেদাবাদ বিমানবন্দরে অপেক্ষা করছিল গুজরাট পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সন্দেহের ভিত্তিতে গ্রেফতার করা হয় চারজনকে। তদন্তের বেরিয়ে আসে চারজনই শ্রীলঙ্কার বাসিন্দা। কলম্বো থেকে চেন্নাই হয়ে আমেদাবাদে পৌঁছায় তাঁরা। ধৃত চারজনের নাম মহম্মদ নুসরত, মহম্মদ নুরফান, মহম্মদ ফারিস ও মহম্মদ রাজদিন। বিমানবন্দরে নিজেদের হ্যান্ডলারদের থেকে কিছু আদানপ্রদানের উদ্দেশ্যে এসেছিল তাঁরা। সেই সময়ই তাঁদের গ্রেফতার করে পুলিশ।

তবে যাদের সঙ্গে যোগাযোগ রেখে কোন ধরনের নাশকতার কাজ করতে যাচ্ছিল নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্যরা, তারা গুজরাটের সঙ্গেই যুক্ত। ফলে জঙ্গি ও নাশকতামূলক কাজের সঙ্গে কতভাবে যুক্ত মোদির নিজের রাজ্য, তা নিয়ে নতুন প্রশ্নের পথ খুলে দিল এই গ্রেফতারি। গত সপ্তাহেই আমেদাবাদ বিমান বন্দরে বিষ্ফোরণের হুমকি মেল আসে। তারপরেই জঙ্গিদের ধরা পড়ার ঘটনা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে গুজরাটের নিরাপত্তা ব্যবস্থাকে।

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...