Thursday, November 6, 2025

একেই বোধহয় বলে “পাকা ধানে মই দেওয়া”। মাঠ ভর্তি ফসল, আর সেই ফসল নষ্ট করে হচ্ছে দিল্লির নেতাদের ভাষণবাজি! তীব্র ক্ষোভ বিষ্ণুপুরের (Bishnupur) কৃষকদের। কেন্দ্রের কৃষক (Farmer) বিরোধী নীতি, সারের ভর্তুকি না দেওয়া, ন্যূনতম সহায়ক মূল্য না বাড়ানো- এই সবের সঙ্গে এবার যোগ হয়েছে দিল্লির বিজেপি (BJP) ডেইলি প্যাসেঞ্জার নেতাদের সভা আর তার জেরে কৃষকদের ফসল নষ্ট। আর এবার অভিযোগ উঠেছে খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।

বিষ্ণুপুরে সভা করতে এসেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর সেই সভার জন্য মাঠে ফসল উপড়ে ফেলে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে। যার জেরে নষ্ট হয়েছে- আলু, তিল, বাদাম, কচু, কিছু ধানও। এর জেরে বেজায় ক্ষুব্ধ বিষ্ণুপুরের চাষীরা। তাঁদের দাবি, ক্ষতিপূরণ দিতে হবে। ফসলের ক্ষতিপূরণ না দিলে তাঁরা হেস্তনেস্তো করে ছাড়বেন।

সরাসরি তাঁরা তোপ দেগেছেন সাংসদ সৌমিত্র খাঁর (Soumitra Khan) বিরুদ্ধে। কৃষকদের অভিযোগ, জেতার পর থেকে কোনও দিন এলাকার মানুষদের খোঁজ নিতে আসেননি বিজেপি সাংসদ। অথচ এবার তাঁর প্রচার সভা করতে এসেই ক্ষেতের ফসল নষ্ট করেছেন মোদি। তীব্র আক্রমণ করে স্থানীয়রা জানিয়েছেন, এটা তাঁদের পেটে লাথি। কোনও টাকা তাঁরা পাননি। কেন্দ্র থেকে পাননি কোন প্রকল্পের অনুদান। এমনকী এই সভা করার আগে যাঁদের জমি তাঁদের থেকে অনুমতি পর্যন্ত হয়নি বলে বিস্ফোরক অভিযোগ করেছেন স্থানীয় মানুষ।

বিষ্ণুপুরে কৃষকদের ক্ষোভের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। লিখেছে, “প্রধানমন্ত্রী মোদির সভার জন্য নির্দ্বিধায় ফসল নষ্ট করেছে বিজেপি।” সৌমিত্র খাঁ মানুষের কোন খোঁজখবর নেননি। গত পাঁচ বছরে সাংসদের মুখও দেখেননি স্থানীয়রা। তার উপর মোদির সভার জন্য ফসল নষ্ট। এরপরেও গেরুয়া শিবির বিষ্ণুপুর থেকে ভোট আশা করে কী করে- প্রশ্ন রাজনৈতিক মহলের।

গত বুধবার আরামবাগের সভা থেকেও ফসল নষ্ট করে পুরশুড়ায় মোদির সভার প্রসঙ্গ তুলে তোপ দেগেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তিনি বলেন, “বিজেপি কৃষক বিরোধী। কালা কৃষি আইন এনে ৭০০ কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছিল। এবার সরাসরি কৃষকের জমি নষ্ট করে প্রধানমন্ত্রী সভা করেছেন এই আরামবাগের মাটিতে।”

আরও পড়ুন- সীমান্তে পাচারের অভিযোগে ধৃত সিপিএম নেতা, বাজেয়াপ্ত বিদেশি মুদ্রা সহ লক্ষ লক্ষ টাকা

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version