Friday, January 9, 2026

প্রথমবার আঙুলে ভোটের কালি অক্ষয়ের, ভোট দিলেন বলিউড নক্ষত্ররা

Date:

Share post:

পঞ্চম দফার নির্বাচনে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার পাশাপাশি নজরে মুম্বই। কারণ মুম্বইতে তারকাদের একটা বড় অংশের ভোটদান সোমবারের নির্বাচনে। আর সেখানেই দেখা গেল প্রথমবার ভারতের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে অভিনেতা অক্ষয় কুমারকে। কেউ সকাল থেকে লাইন দিয়ে পরিবারের সঙ্গে ভোট দিলেন। কেউ আবার ভোটদানকে উৎসবের দিনের মতো ছুটির দিন হিসাবে পালন করলেন। সন্তানসম্ভবা দীপিকাও রণবীর সিংয়ের হাত ধরে ভোট দিলেন।

ভারতের নাগরিক হওয়ার পর প্রথমবার ভোট দিলেন অক্ষয় কুমার। ২০২৩ সালেই ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন সুপারস্টার অক্ষয় কুমার। সাতসকালেই একেবারে জন সাধারণের সঙ্গেই প্রায় পাঁচ-ছয়শো লোকের ভিড়ে বুথে লাইন দিয়ে ভোট দিতে দেখা গেল অক্ষয়কে। মুম্বইয়ের জুহুর একটি বুথে গিয়ে ভোট দিলেন অক্ষয়। ভোট দিয়ে বেরিয়েই অভিনেতা বলেন, “আমি চাই ভারতের আরও উন্নতি হোক। দেশ আরও শক্তিশালী হোক সবদিক থেকে। তা মাথায় রেখেই আমি ভোট দিয়েছি। জনতা যাকে সঠিক মনে করবে, তাকেই ভোট দিক।”

নির্বাচন কমিশনের জন্য বারবার প্রচার করা রাজকুমার রাও নিজের ভোট দেওয়ার পরে দেশের মানুষের কাছে ভোটদানের আবেদন জানান। বোন পরিচালক জোয়া আখতার ও মাকে নিয়ে ভোট দেন ফারহান আখতার। তিনি বলেন, “নির্বাচনে অংশ নিই ভালো প্রশাসন তৈরির জন্য। এমন একটা সরকার তৈরির জন্য যে সবার দিকে নজর রাখবে। দেশের অর্থনৈতিক রাজধানীকে যারা আরও ভালো একটি শহর তৈরি করবে।” নির্বাচন প্রক্রিয়ায় একইভাবে পরিবারের সঙ্গে অংশ নেন অভিনেতা ঋত্ত্বিক রোশন ও তাঁর পরিচালক বাবা রাকেশ রোশন। ভোট দিয়ে বেরিয়ে ভোটারদের জন্য ঋত্ত্বিকের বার্তা “সকলে যেন ভোট দেওয়ার আগে প্রার্থী কে জেনে নেন, কোনও উদ্দেশ্যকে সামনে রেখে ভোট দিচ্ছেন জেনে নেন।”

পঞ্চম দফায় ভোটাধিকার প্রয়োগ করতে মুম্বইয়ের একটি বুথে স্বামী রণবীরের হাত ধরে আসেন দীপিকা পাড়ুকোন। দুজনে শক্তভাবে হাতে হাত ধরে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন অভিনেতা সঞ্জয় দত্তও। অন্যদিকে ভোট দিতে এসেও বিতর্কিত মন্তব্য অভিনেতা পরেশ রাওয়ালের। তিনি বলেন, “যারা ভোট দেন না তাঁদের জন্য যেন কোন পদ্ধতি থাকে, যেমন কর বাড়িয়ে দেওয়া বা অন্য কোনও শাস্তি।” তবে তারকাদের নির্বাচনে অংশগ্রহণ নির্বিঘ্নেই হয়। জাহ্নবী কাপুর, তাব্বু, অনিল কাপুর, ইমরান হাশমী, বিশাল দাদলানি, অনুপম খের, আর মাধবন, চিত্র পরিচালক কুণাল কোহলি, সুভাষ ঘাইও ভোটাধিকার প্রয়োগ করেন।

বেলা বাড়ার পরে ভোট দিতে আসেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। মুম্বইয়ের একটি কেন্দ্রে স্লিং করা হাত নিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায় ঐশ্বর্য্য রাই বচ্চনকেও। তবে অনেকেই সস্ত্রীক ভোট দিতে এলেও অভিনেতা রণবীর কাপুর একাই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেন। আবার নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভোট দিতে বেরোতে দেখা যায় সইফ আলি খান ও করিনা কাপুর খানকেও।

spot_img

Related articles

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...

আজ মতুয়াগড়ে অভিষেক, রানাঘাটের রণসংকল্প সভার পর পুজো দেবেন ঠাকুরবাড়িতে 

'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার...

খুনের হুমকি পেলেন রাজ্যপাল বোস! বাড়ল লোকভবনের নিরাপত্তা

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose)খুনের হুমকি! বৃহস্পতিবার গভীর রাতে লোকভবনের মেল আইডিতে একটি মেসেজ আসে...