Friday, August 22, 2025

ওড়িশায় প্রথমবার ডবল ইঞ্জিন সরকার গঠন হবে। নির্বাচনী জনসভায় দাবি নরেন্দ্র মোদির। চলতি লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেডির সঙ্গে জোট না হওয়াতেই ওড়িশায় ডেইলি প্যাসেঞ্জারি নরেন্দ্র মোদির। নবীন পট্টনায়েক সরকারকে ছোট দেখানোর কোনও পথই বাকি রাখছেন না তিনি, এমনকি জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের চাবি নিয়েও নবীনকে খোঁচা দিতে বাকি রাখলেন না মোদি।

এক দশক বিজেপির জোটসঙ্গী ছিল বিজেডি। তারপরেও সোমবার আঙ্গুলের নির্বাচনী জনসভা থেকে মোদি দাবি করেন ওড়িশার মানুষ প্রথমবার ডবল ইঞ্জিন সরকার গঠিত হওয়ার অপেক্ষা করছে। তিনি স্লোগান দেন – “ওড়িশায় প্রথমবার ডবল ইঞ্জিন সরকার”।

এবার বিজেডি সরকারের উপর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের চাবি রক্ষা না করতে পারার বদনাম দিলেন মোদি। তিনি বলেন, “বিজেডির হাতে পুরীর জগন্নাথ মন্দিরও সুরক্ষিত নয়। রত্নভাণ্ডারের চাবি পাওয়া যাচ্ছে না গত ছয় বছর ধরে।” এরপরেই তিনি এই ঘটনার দায় বিজেডির ঘাড়ে চাপিয়ে দাবি করেন, “বিজেডির নেতারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত। ওড়িশায় বিজেপির সরকার গঠিত হলে আমরা কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনব।”

২০১৮ সাল থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের চাবি। ১৯৮৫ সালে সেই ভাণ্ডার শেষবার খোলা হয়। তবে লোকসভা ও বিধানসভায় জোট না হওয়ায় বিজেডি এখন বিজেপির শত্রু। মোদি ভুলেও গেলেন বিজেডির সঙ্গেই ৯ বছর ওড়িশা শাসন করেছে বিজেপি।

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version