Tuesday, May 20, 2025

হায়দরাবাদে একের পর এক বউ উধাও! অভিযোগ দেখে চক্ষুচড়ক গাছ পুলিশের

Date:

Share post:

বেনজির। পুলিশ স্টেশনে একের পর এক বউ হারানোর অভিযোগ জমা পড়ছে। যা দেখে চক্ষুচড়ক গাছ পুলিশেরও। তারাও ভেবে পাচ্ছেন না, কি এমন ঘটল, যে বউ হারিয়ে যাচ্ছে! হায়দরাবাদ শহরের সাইবারাবাদ থানার এই ঘটনা এখন রীতিমতো আলোচনার বিষয়।একটি থানায় গত ২৩ দিনে বউ হারানোর কেস হয়েছে ১৪টি-রও বেশি। কারও স্ত্রী বিমানবন্দরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েও বিমানবন্দরে পৌঁছাননি, আবার কারও স্ত্রী বিমানবন্দরে পৌঁছেও নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারেননি ৷ নিখোঁজ মহিলা এবং অন্যান্য ব্যক্তিদের সন্ধান শুরু করেছে পুলিশ।

সাইবারাবাদ থানার পুলিশ নিখোঁজ মামলা সম্পর্কে জানিয়েছে, চলতি বছরের ১৭ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই থানায় নিখোঁজের কেস দায়ের হয়েছে ১৪ টিরও বেশি।একাধিক এফআইআরও দায়ের হয়েছে ৷ এমনই একটি কেস সম্পর্কে জানানো হয়েছে। কাট্টা অঞ্জনেয়্যুলু রাও নামে এক ব্যক্তি সাইবরাবাদ থানায় তার ২৭ বছর বয়সী মেয়ের নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর মেয়ে ৪ মে রাত ১১:৫০এ মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। রাতে তিনি ফ্লাইটের দেরী হওয়ার কথা জানান। ভোর ৫টা পর্যন্ত বাবা-মেয়ের মধ্যে কথা হয়, পরে ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তিনি মালয়েশিয়ায় পৌঁছাননি বা তার সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। বিষয়টি ১৮ এপ্রিল ২০২৪ সালের।

মুন্নি মৌলভী নামে এক মহিলা সাইবারাবাদ থানায় অভিযোগ করেছেন যে তার স্বামী শেখ রাফি তার মেয়ের বিয়েতে যোগ দিতে দুবাই থেকে এসেছেন। বিয়ের পর, ১৫ এপ্রিল তিনি নান্দিয়ালায় তার বাড়ি থেকে হায়দরাবাদ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন, সেখান থেকে তাঁর সৌদি যাওয়ার কথা ছিল। ১৬ এপ্রিল দুপুর আড়াইটার দিকে এক অজ্ঞাত ব্যক্তির নম্বর থেকে তার মেয়েকে ফোন করলে তার কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি।FIR দায়ের করা হয়েছে।
তারাকানাগা প্রামাণিক অভিযোগে করেন, তাঁর ২২ বছর বয়সী স্ত্রী প্রিয়া প্রামাণিক ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। পরের দিন অফিস থেকে বাড়ি ফিরে তিনি দেখেন যে তাঁর স্ত্রী বাড়ি থেকে নিখোঁজ। তিনি তাঁর স্ত্রীকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তাঁকে কোথাও পাওয়া যায়নি।ফোনে গোপন কথা ফাঁস হয়ে যাওয়ায় তার স্ত্রী উধাও হয়ে যান।এই ঘটনাটি ১৯ এপ্রিলের।

একটি থানায় গড়ে প্রতি দেড় দিনে বউ হারানোর কেস দায়ের হচ্ছে৷ প্রতিটি মামলাই চমকে দেওয়ার মতো ৷ যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।





spot_img

Related articles

আজ ডাবগ্রামের ভিডিয়োকন গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার ঠাসা কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আজ শিলিগুড়ি (Siliguri), জলপাইগুড়ি ও...

আজ ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুপ্রিম শুনানি

বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি, আজ সুপ্রিম সিদ্ধান্তের দিকে তাকিয়ে গোটা দেশ। কেন্দ্রীয় সরকার সংসদের...

উত্তর নিয়ে আরও প্রস্তাব নেতা-মন্ত্রীদের! মুখ্যমন্ত্রীর হাত ধরে এগিয়ে বাংলার শিল্প

উত্তরে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী একাধিক শিল্প সম্ভাবনার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। সোমবার শিল্প সম্মেলনে...

স্থানীয় নেতৃত্বকে সতর্ক করে কড়া বার্তা! কেন্দ্রের টোল ট্যাক্স নিয়ে তীব্র অসন্তোষ মুখ্যমন্ত্রীর

প্রিয় নেত্রীকে সামনে পেয়ে যা অভাব অভিযোগ ছিল সব কিছু তাঁকে জানিয়েছেন শিল্পপতিরা। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের...