Sunday, November 16, 2025

“দিদির নির্দেশ শিরোধার্য”: নির্বাচনী প্রচার সভা থেকে দেবের দায়িত্ব বাড়ালেন তৃণমূল সুপ্রিমো

Date:

ঘাটালের সাংসদ তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব (Dipak Adhikari) দায়িত্ব আরও বাড়িয়ে দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, পাঁশকুড়ায় দেবের সমর্থনে নির্বাচনী প্রচার সভা থেকে এই নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। দ্বায়িত্ব দেন পাঁশকুড়ার বিধানসভাও দেখার।

এবার লোকসভায় দেব (Dipak Adhikari) প্রার্থী হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। তিনি নিজেও সেই কথা প্রকাশ করেছিলেন। সংসদে অধিবেশনের শেষদিনে দেবের X Handle পোস্ট জল্পনা উস্কে দেয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হস্তক্ষেপে প্রার্থী হতে রাজি হন দেব। নাম ঘোষণার পরে থেকেই নিজের এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। যদিও, সারা বছরই ঘাটালের মানুষের সমস্যায় পাওয়া যায় তাঁকে। এবার দেবের সমর্থনে একাধিক সভা-রোড শো করেছেন মমতা-অভিষেক। এদিনের সভা থেকে দেবের দায়িত্ব আরও বাড়িয়ে দিলেন মমতা।

তৃণমূল সভানেত্রী বলেন, “পাঁশকুড়ায় আমাদের বিধায়ক ফিরোজা বিবি বয়স্ক। নন্দীগ্রামের শহিদের এই মাকে পাঁশকুড়ার মানুষ জিতিয়েছেন। তবে বয়সের ভারে তিনি সব সময় আসতে পারেন না। দেবকে বলব, যেমন ঘাটালে খুব যায়। ডেবরা, কেশপুরে যায়। এবার থেকে ফিরোজাকে সাহায্য করার জন্য এখানে একটু বেশি সময় দিতে।” এবার থেকে পাঁশকুড়া বিধানসভার অতিরিক্ত দায়িত্বও নিতে হবে দেবকে। নেত্রীর নির্দেশ মাথা পেতে নিয়ে দেব জানালেন, “দিদির নির্দেশ শিরোধার্য। এখন থেকে ঘাটালে গেলে পাঁশকুড়াতেও যাব।” দেব জিতলে এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের কথাও জানান মমতা।

তৃণমূল সুপ্রিমোর কথায়, “আমি শুনেছি বাঁকুড়া সিটটাতে অরূপ চক্রবর্তী জিতে যাবে। বিষ্ণুপুর সিটটাও জিতব। যদি ওন্দার মানুষ ভোটটা দেন। না দিলে দুঃখ পাব। মনে রাখবেন, ওন্দায় আগে কিছু ছিল না, আমরা ক্ষমতায় আসার পর অনেক কিছু করেছি।”

সভা চলাকালীন মেঘ করে আসে। উপস্থিত জনতার উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “ঝড় উঠলে আমার কথা বসে শুনতে হবে না। সকলে নিরাপদে চলে যাবেন। আর কেউ গাছের তলায় দাঁড়াবেন না।”






Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version