প্লে-অফের ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী বিরাট, কী বললেন তিনি?

প্লে-অফে ওঠার পর এই নিয়ে কোহলি বলেন, ‘‘ঈশ্বরের ইচ্ছাতেই আমরা এই পর্যন্ত পৌঁছেছি।

টানা ছয় ম্যাচ জিতে চলতি আইপিএল প্ল-অফে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্লে-অফের ম্যাচে বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামতে চলেছে ফ্যাফ ডুপ্লেসির দল। আর এই ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

প্লে-অফে ওঠার পর এই নিয়ে কোহলি বলেন, ‘‘ঈশ্বরের ইচ্ছাতেই আমরা এই পর্যন্ত পৌঁছেছি। আমরা শুধুমাত্র নিজেদের কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করেছি। আমি মনে করি দলের সকলে সততার সঙ্গে কঠোর পরিশ্রম করেছে। আমরা তার পুরস্কার পেয়েছি। আর কিছু বলতে চাই না। এখন আমাদের লক্ষ্য একটা সপ্তাহ সেরা ক্রিকেট খেলা।“

চলতি আইপিএল -এ দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট। বেঙ্গালুরু শিবিরও কোহলির কাছে তাঁর সেরা পারফরম্যান্স চাইছে। এবারের আইপিএলে কমলা টুপির দৌড়ে সকলের প্রথমে রয়েছেন কোহলি। এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে করেছেন ৭০৮ রান। একটি শতরানের পাশাপাশি করেছেন পাঁচটি অর্ধশতরান।

আরও পড়ুন- ফের কি আরসিবির হয়ে মাঠে নামতে চলেছেন গেইল? বিরাটের কথায় জল্পনা তুঙ্গে