Tuesday, November 11, 2025

১) সম্প্রতি আইপিএল-এর সম্প্রচারকারী চ্যানেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের অভিযোগ, বারণ করা সত্ত্বেও তাঁর কিছু কথাবার্তা ক্যামেরায় রেকর্ড করে সম্প্রচারিত করা হয়েছে। এর এবার মুম্বইয়ের তারকা ক্রিকেটারের এই অভিযোগের জবাব দিল আইপিএল-এর সম্প্রচারকারী চ্যানেল ‘স্টার স্পোর্টস’ কর্তৃপক্ষ। তাঁদের দাবি, কারও কোন ব্যক্তিগত কথাবার্তা সম্প্রচার করা হয় না।

২) চলতি আইপিএল-এ একেবারেই শিরোনামে ছিলো মুম্বই ইন্ডিয়ান্স। দলের হার থেকে দলের মধ্যে বিভাজন , সব নিয়ে ছিল তুমুল চর্চা। এমনকি শেষ ম্যাচেও লখনউ সুপার জায়ান্টের কাছে হারে মুম্বই। আর এরপরই দল নিয়ে বিরাট বার্তা দিলেন মুম্বই কর্ণধার নীতা আম্বানি।

৩) টানা ছয় ম্যাচ জিতে চলতি আইপিএল প্ল-অফে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্লে-অফের ম্যাচে বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামতে চলেছে ফ্যাফ ডুপ্লেসির দল। আর এই ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

৪) গতকাল রাতে নতুন ইতিহাস গড়ে ম্যানঞ্চেস্টার সিটি। রবিবার ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে, টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলেন ফিল ফডেন, আর্লিং হালান্ডরা। লিগের ১৩৫ বছরের পুরনো ইতিহাসে এর আগে আর কোনও দল টানা চার মরশুম খেতাব জিততে পারেনি।ক্লাব চ্যাম্পিয়ন করেই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন ম্যানসিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

৫) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কাছে হেরে ২০২৪ আইপিএল থেকে বিদায় নিয়ে চেন্নাই সুপার কিংস। আইপিএল থেকে বিদায় নিতেই হতাশ চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর এরপরি মাহিপ্রেমীদের মধ্যে প্রশ্ন জাগে এবার কি আইপিএল থেকে অবসর নিয়ে নেবেন মাহি? এই প্রশ্ন উঠতেই ধোনির অবসর নিয়ে মুখ খুললেন এক চেন্নাই কর্তা। জানালেন, অবসরের সিদ্ধান্তের আগে ধোনি কয়েক মাস আগে অপেক্ষা করতে চাইছেন।

আরও পড়ুন- আইপিএল ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্সকে কী বার্তা দিলেন দলের কর্ণধার নীতা আম্বানি?

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version