Sunday, November 9, 2025

১) সম্প্রতি আইপিএল-এর সম্প্রচারকারী চ্যানেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের অভিযোগ, বারণ করা সত্ত্বেও তাঁর কিছু কথাবার্তা ক্যামেরায় রেকর্ড করে সম্প্রচারিত করা হয়েছে। এর এবার মুম্বইয়ের তারকা ক্রিকেটারের এই অভিযোগের জবাব দিল আইপিএল-এর সম্প্রচারকারী চ্যানেল ‘স্টার স্পোর্টস’ কর্তৃপক্ষ। তাঁদের দাবি, কারও কোন ব্যক্তিগত কথাবার্তা সম্প্রচার করা হয় না।

২) চলতি আইপিএল-এ একেবারেই শিরোনামে ছিলো মুম্বই ইন্ডিয়ান্স। দলের হার থেকে দলের মধ্যে বিভাজন , সব নিয়ে ছিল তুমুল চর্চা। এমনকি শেষ ম্যাচেও লখনউ সুপার জায়ান্টের কাছে হারে মুম্বই। আর এরপরই দল নিয়ে বিরাট বার্তা দিলেন মুম্বই কর্ণধার নীতা আম্বানি।

৩) টানা ছয় ম্যাচ জিতে চলতি আইপিএল প্ল-অফে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্লে-অফের ম্যাচে বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামতে চলেছে ফ্যাফ ডুপ্লেসির দল। আর এই ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

৪) গতকাল রাতে নতুন ইতিহাস গড়ে ম্যানঞ্চেস্টার সিটি। রবিবার ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে, টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলেন ফিল ফডেন, আর্লিং হালান্ডরা। লিগের ১৩৫ বছরের পুরনো ইতিহাসে এর আগে আর কোনও দল টানা চার মরশুম খেতাব জিততে পারেনি।ক্লাব চ্যাম্পিয়ন করেই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন ম্যানসিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

৫) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কাছে হেরে ২০২৪ আইপিএল থেকে বিদায় নিয়ে চেন্নাই সুপার কিংস। আইপিএল থেকে বিদায় নিতেই হতাশ চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর এরপরি মাহিপ্রেমীদের মধ্যে প্রশ্ন জাগে এবার কি আইপিএল থেকে অবসর নিয়ে নেবেন মাহি? এই প্রশ্ন উঠতেই ধোনির অবসর নিয়ে মুখ খুললেন এক চেন্নাই কর্তা। জানালেন, অবসরের সিদ্ধান্তের আগে ধোনি কয়েক মাস আগে অপেক্ষা করতে চাইছেন।

আরও পড়ুন- আইপিএল ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্সকে কী বার্তা দিলেন দলের কর্ণধার নীতা আম্বানি?

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version