Thursday, August 21, 2025

১) সম্প্রতি আইপিএল-এর সম্প্রচারকারী চ্যানেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের অভিযোগ, বারণ করা সত্ত্বেও তাঁর কিছু কথাবার্তা ক্যামেরায় রেকর্ড করে সম্প্রচারিত করা হয়েছে। এর এবার মুম্বইয়ের তারকা ক্রিকেটারের এই অভিযোগের জবাব দিল আইপিএল-এর সম্প্রচারকারী চ্যানেল ‘স্টার স্পোর্টস’ কর্তৃপক্ষ। তাঁদের দাবি, কারও কোন ব্যক্তিগত কথাবার্তা সম্প্রচার করা হয় না।

২) চলতি আইপিএল-এ একেবারেই শিরোনামে ছিলো মুম্বই ইন্ডিয়ান্স। দলের হার থেকে দলের মধ্যে বিভাজন , সব নিয়ে ছিল তুমুল চর্চা। এমনকি শেষ ম্যাচেও লখনউ সুপার জায়ান্টের কাছে হারে মুম্বই। আর এরপরই দল নিয়ে বিরাট বার্তা দিলেন মুম্বই কর্ণধার নীতা আম্বানি।

৩) টানা ছয় ম্যাচ জিতে চলতি আইপিএল প্ল-অফে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্লে-অফের ম্যাচে বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামতে চলেছে ফ্যাফ ডুপ্লেসির দল। আর এই ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

৪) গতকাল রাতে নতুন ইতিহাস গড়ে ম্যানঞ্চেস্টার সিটি। রবিবার ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে, টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলেন ফিল ফডেন, আর্লিং হালান্ডরা। লিগের ১৩৫ বছরের পুরনো ইতিহাসে এর আগে আর কোনও দল টানা চার মরশুম খেতাব জিততে পারেনি।ক্লাব চ্যাম্পিয়ন করেই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন ম্যানসিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

৫) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কাছে হেরে ২০২৪ আইপিএল থেকে বিদায় নিয়ে চেন্নাই সুপার কিংস। আইপিএল থেকে বিদায় নিতেই হতাশ চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর এরপরি মাহিপ্রেমীদের মধ্যে প্রশ্ন জাগে এবার কি আইপিএল থেকে অবসর নিয়ে নেবেন মাহি? এই প্রশ্ন উঠতেই ধোনির অবসর নিয়ে মুখ খুললেন এক চেন্নাই কর্তা। জানালেন, অবসরের সিদ্ধান্তের আগে ধোনি কয়েক মাস আগে অপেক্ষা করতে চাইছেন।

আরও পড়ুন- আইপিএল ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্সকে কী বার্তা দিলেন দলের কর্ণধার নীতা আম্বানি?

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version