Thursday, November 13, 2025

দেশ জুড়ে চলছে গণতন্ত্রের উৎসব। পাঁচ দফা নির্বাচন (Loksabha Election) হয়ে গেছে। বাকি আর দুই দফা। জোর কদমে প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দল। এর মাঝেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিজেপিকে (BJP) দেশ থেকে তাড়াবার বার্তা দিতে দেখা গেল গায়ক কবীর সুমনকে (Kabir Suman)। একসময় তৃণমূল কংগ্রেসের (TMC) টিকিটে যাদবপুরের মতো জায়গায় ভোটে দাঁড়িয়ে সিপিএমকে হারিয়েছিলেন। তবে আপাতত রাজনৈতিক পরিচয় থেকে অনেকটাই দূরে রয়েছেন শিল্পী। কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর সঙ্গে দেখা করতে যান। এবার সেই সুমনকেই নির্বাচনের আবহে রাজনৈতিক পোস্ট করতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।

সংগীত জীবন থেকে শুরু করে ব্যক্তিগত কর্মকাণ্ড এবং পরবর্তীতে রাজনৈতিক অধ্যায় পর্যন্ত প্রতি পর্যায়ে একাধিক বিতর্ককে সঙ্গী করে এগিয়ে চলেছেন কবীর সুমন। এবার ভারতীয় জনতা পার্টিকে দেশ থেকে উৎখাত করার বার্তা দিলেন তিনি। বারাকপুরে অর্জুন সেনকে হারিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের মতো শিক্ষিত মানুষকে জয়যুক্ত করার আহ্বানও জানিয়েছিলেন তিনি। তৃণাঙ্কুর ভট্টাচার্য শিল্পীর সেই ভিডিও বার্তা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শেয়ার করেন। রবিবার কবীর সুমনের একটি ভিডিয়ো সামনে আসে। সেখানে কবীর সুমন বলেন, ‘এই দেশটা বৌদ্ধদের পৈতৃক সম্পত্তি নয়, খ্রিষ্টানদের পৈত্রিক সম্পত্তি নয়। এই দেশটা সকলের জায়গা। এখানে সত্যপীরের সিন্নি হয়।’ এর পাশাপাশি তিনি বলেন যে বিজেপি এই দেশকে রসাতলে পাঠিয়েছে। আরও একটা সুযোগ দেয়া মানে পরবর্তী প্রজন্মকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া। অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে দেশের সম্পদ ধনী ব্যবসায়ীদের কাছে বিক্রি করার বিজেপিকে তাড়াবার জন্য সকল অনুরোধ করেন কবীর সুমন। তাঁর কথায়, ‘এই বিজেপি আমাদের নয় কিন্তু এই দেশ আমাদের।’ তাই দেশ বাঁচাতে বড় বার্তা দিলেন শিল্পী।


 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version