২০২৪ আইপিএল-এর ফাইনালে কলকাতা নাইট রাইডার্স । এদিন প্লে-অফের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারালো ৮ উইকেটে । কেকেআরের হয়ে অর্ধশতরান অধিনায়ক শ্রেয়স আইয়র এবং ভেঙ্কটেশ আইয়রের। কলকাতার হয়ে বল হাতে তিন উইকেট মিচেল স্টার্কের। এই জয়ের ফলে ২০২১ সালের পর ফের আইপিএল-এর ফাইনালে নাইট রাইডার্স।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করতে নেমে ১৫৯ করে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে ৫৫ রান করেন রাহুল ত্রিপাঠী। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা। শূন্যরান করেন হেড। ৩ রান করেন অভিষেক। ক্লাসেন করেন ৩২ রান। কেকেআরের হয়ে তিন উইকেট নেন মিচেল স্টার্ক। ২ উইকেট নেন বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট নেন বৈভব অ্যারোরা, হর্ষিত রানা, সুনীল নারিন, আন্দ্রে রাসেল।
জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় কেকেআর। সৌজন্যে অধিনায়ক শ্রেয়স আইয়র এবং ভেঙ্কটেশ আইয়র। ৫১ রানে অপরাজিত ভেঙ্কটেশ। ৫৮ রানে অপরাজিত শ্রেয়স। ২৩ রান করেন গুরবাজ । ২১ রান করেন নারিন। হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন প্যাট কামিন্স এবং নটরাজন।

আরও পড়ুন- এবার ভারতীয় দলের কোচ খুঁজতে আসরে ধোনি

