Thursday, August 21, 2025

আজ প্লে-অফের ম্যাচে নামছে কলকাতা, প্রতিপক্ষ হায়দরাবাদ, কী বলছে আবহাওয়া?

Date:

Share post:

আজ প্লে-অফের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। শীর্ষে থেকেই গ্রুপ পর্বে ম্যাচ শেষ করেছে শ্রেয়স আইয়রের দল। মঙ্গলবার হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছাতে মরিয়া নাইট ব্রিগেড। তবে তার আগে একটা প্রশ্ন কেকেআর সমর্থকদের জন্য। ফের বৃষ্টির জন্য ফের ভেস্তে যাবে না তো কেকেআর-হায়দরাবাদের ম্যাচ? চলুন দেখে নেওয়া যাক কী বলছে আবহাওয়া ।

গত ১৩ মে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ছিল আহমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেই ম্যাচ বাতিল হয়ে যায় বৃষ্টির কারণে। আট দিনের মধ্যে আবার সেই আহমদাবাদেই খেলতে নামছে কেকেআর। জানা যাচ্ছে, মঙ্গলবার আহমেদাবাদে যদিও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, মঙ্গলবার তাপপ্রবাহ হবে আহমেদাবাদে । যার ফলে তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রি হয়ে যেতে পারে। খেলার সময় সন্ধেবেলাও তাপমাত্রা ৪১ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। ফলে বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হওয়ার কোনও সম্ভাবনা নেই।

এদিকে হায়দরাবাদের দুই ওপেনার ট্র্যাভিস হেড, অভিষেক শর্মার জন্য আলাদা পরিকল্পনা আছে বলে জানালেন কেকেআর বোলার বরুণ চক্রবর্তী। তিনি বলেন, “ হায়দরাবাদ অসাধারণ ক্রিকেট খেলছে। ওদের প্রত্যেকটি ম্যাচ দেখার চেষ্টা করেছি। হেড ও অভিষেকই বিধ্বংসী হয়ে উঠছে। ম্যাচ থেকে বার করে দিচ্ছে বিপক্ষকে। আমরা যদিও তৈরি। দুই ওপেনারকে দ্রুত ফেরানোর মতো দাওয়াই আমাদের হাতেও আছে। তবে ক্রিকেট খুব অনিশ্চয়তার খেলা। মাঠে কী হয়, আগে থেকে কিছু বলা যায় না।“

আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...