অবসরের মুহূর্তে কলকাতা হাই কোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ ঘোষণা করেছেন, ৩৭ বছরের দূরত্ব ঘুচিয়ে তিনি ফিরতে চান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসে। হাই কোর্টের আরও এক বিচারপতির প্রকাশ্যে আরএসএস ঘনিষ্ঠতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তার এই বক্তব্যকে হাতিয়ার করে বেশ কিছু প্রশ্ন সামনে আনল তৃণমূল।
এদিন কুণাল সাফ বলেন, এর আগেও আমরা দেখেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির চেয়ারে বসে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছেন। তারপর অবসর নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং নির্বাচনে প্রার্থী হয়েছেন। এর অর্থ এটাই দাঁড়ায় যে বিচারপতিদের অবচেতন মনে আরএসএসের চিন্তাধারা, আদর্শ কাজ করে গেল কিনা এই প্রশ্ন যদি কেউ তোলেন, তাহলে সেটা মোটেই অন্যায় নয়।