Sunday, August 24, 2025

বোতলে “কার্বলিক অ্যাসিড”! “জাত গোখরো” মিঠুনকে ঘিরে অভিনব বিক্ষোভ মেদিনীপুরে

Date:

একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তাঁর জনপ্রিয় সিনেমার ডায়ালগগুলি রাজনীতির মঞ্চে টেনে এনেছিলেন। কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে নিজেকে ‘জাত গোখরো’ বলে হাততালি কুড়িয়ে ছিলেন দলবদলু মিঠুন চক্রবর্তী। এবার সেই অনুষঙ্গ টেনে মিঠুনের সামনে অভিনব প্রতিবাদ মেদিনীপুরে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে আজ, মঙ্গলবার রোড-শো করছিলেন মিঠুন। তখনই রাস্তায় কিছু যুবক হাতে প্লাস্টিকের বোতল নিয়ে বিক্ষোভ দেখান। বোতলের উপরে সাদা টুকরো কাগজের উপরে লেখা ছিল ‘কার্বলিক অ্যাসিড’।

বিক্ষোভকারীদের গলায় ঝোলানো ছিল ‘বাংলার মানুষ’ লেখা পোস্টার। কারও কারও হাতে ছিল রঙিন জল ভরা বোতলও। সেগুলির উপরেই লেখা ছিল কার্বলিক অ্যাসিড। প্রতীকী প্রতিবাদে ‘জাত গোখরো’ মিঠুনের মুখ বন্ধের ইঙ্গিত দেওয়া হয়েছে বলেই মনে করছেন রাজনীতির কারবারীরা।

আরও কিছু বিক্ষোভকারীর হাতে ছিল ইংরেজিতে লেখা একটি পোস্টার, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “বন্যপ্রাণের ক্ষতি করার কোনও উদ্দেশ্য আমাদের নেই।” স্বঘোষিত ‘জাত গোখরো’ মিঠুনকে খোঁচা দিতেই যে এই পোস্টার বানানো, তা নিয়ে কোনও সংশয় নেই। কাউকে আবার সাপের ফণার বিভঙ্গে নাচ করতেও দেখা যায়।

আজ, মঙ্গলবার সকালে মিঠুনের রোড-শো ঘিরে তুলকালাম হয় মেদিনীপুরে। শহরের কেরানিতলা এলাকার রাস্তা পাশে বিক্ষোভ দেখাচ্ছিলেন একদল যুবক। এরপর মিঠুনের রোড-শো যখন সেখানে পৌঁছয়, তখন দু’পক্ষের মধ্য়ে তুমুল বচসা শুরু হয়। সেই বচসা গড়ায় হাতাহাতি জুতো-ইট-বোতল ছোড়ার অভিযোগ ওঠে। যা ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।





 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version