বলতে বলতে আর সীমা রাখতে পারছেন না বিজেপি নেতৃত্ব। নরেন্দ্র মোদিকে তুষ্ট করতে তোষামোদের সব সীমান পার করলেন পুরীর বিজেপি (BJP) প্রার্থী সম্বিত পাত্র (Sambit Parta)। সোমবার, তিনি বলেন, জগন্নাথদেব ও মোদির ভক্ত! এই মন্তব্যের পরেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। এই বিষয় নিয়ে মঙ্গলবার নিজেদের নির্বাচনী প্রচার সভা থেকে সম্বিতকে ধুয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
সম্বিতের বক্তব্যকে নিয়ে বিজেপিক তীব্র নিশানা করেন অভিষেক। বলেন, “এঁরা কী বলছে দেখেছেন? বলছে, প্রভু জগন্নাথ মোদীজির ভক্ত। আমরা যাঁরা প্রভু জগন্নাথের পুজো করি, আমরা বাড়ির ঠাকুরের সিংহাসনে মা কালী, লক্ষ্মী-গণেশ, তার পাশে মহাদেব থাকলে তাঁর পাশে বা সামনে জগন্নাথ ঠাকুরকে রাখি। সেই প্রভু জগন্নাথকে বলছে এঁরা মোদীজির ভক্ত।“ এরপরেই আক্রমণ করে অভিষেক বলেন, “এঁদের এত দম্ভ, এত ঔদ্ধত্য, এত অহংকার। বাংলার মানুষকে অপমান করা থেকে শুরু করে ঠাকুরকে মোদিজির ভক্ত বানানো।“