দেগঙ্গায় দুষ্কৃতীদের গুলিতে আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার!

উত্তর ২৪ পরগনার দেগঙ্গা (Deganga, North 24 Parganas) এলাকায় দুষ্কৃতীদের গুলিতে আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার। বাইকে করে ডিউটি সেরে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দুই সিভিক ভলেন্টিয়ার। বেশ কিছুটা রাস্তা ধাওয়া করে তাঁদের টার্গেট করা হয় বলে খবর। একজন পালিয়ে গেলেও শেখ মিনহাজ উদ্দিনের বাঁ পায়ে গুলি লাগায় গুরুতর অবস্থায় তাঁকে বারাসত জেলা হাসপাতালে (Barasat Hospital) ভর্তি করা হয়। দুই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ দেগঙ্গা থানার পুলিশ।

বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচনের আগে দেগঙ্গায় গুলি চলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।