Saturday, December 20, 2025

জলে -জঙ্গলে রহস্য রোমাঞ্চ, প্রকাশ্যে ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’- এর মোশন পোস্টার

Date:

Share post:

রাতের অন্ধকারে জলের ধার ঘেসে এগিয়ে আসছে ফাঁকা নৌকা। কিছুটা এগোতেই পাড়ের ধারে ধাক্কা মারল এক হলুদ বস্তাকে। তারপর সেটা উল্টে যেতেই বেরিয়ে এল একটা হাত… মোশন পোস্টার থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে এক গোয়েন্দা গল্প আর টানটান থ্রিলার দর্শকদের উপহার দিতে হলেছেন দুলাল দে। ছবির নাম ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ (Aranyor Prachin Probaad)। প্রথম ছবির জন্য ‘অ্যাকসিডেন্টাল ডিটেকটটিভ’ চরিত্রকে বেছে নিয়েছেন পরিচালক। এই গোয়েন্দামশাই আবার ব্যাট আর মাথা দুটোই সমান তালে চালাতে জানেন। কিন্তু জঙ্গলের রহস্যঘেরা আবহে এ কার মৃতদেহ? সত্যিই কি মোশন পোস্টারে যে ঝলক দেখা গেছে সেই দৃশ্য ছবিতে জায়গা করে নিয়েছে? পরিচালক দুলাল দে (Dulal Dey) বলছেন, এই উত্তর পেতে জন্য আগামী জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জেএসএম এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা জীতু কমল (Jeetu Kamal)। সহ প্রযোজনায় এনআইএসএস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। এই ‘অরণ্য’ নামের চরিত্রটি আসলে ঘটনাচক্রে গোয়েন্দাগিরি শুরু করেন। ডাক্তারি পড়া আর ক্রিকেট খেলাই তাঁর ধ্যানজ্ঞান। বাইশগজ একেবারে তাঁর হাতের মুঠোয়। কলকাতা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগেও খেলেন তিনি। আচমকা ঘটে ঘটে যাওয়া একটি ঘটনা তাঁর জীবন বদলে দেয়। গল্প বলছে, চিত্রনাট্য অনুসারে মৃত্যু হয় চিকিৎসকের। সেই ঘটনার তদন্ত করতে গিয়েই রীতিমতো গোয়েন্দা হয়ে ওঠেন ‘অরণ্য’ ওরফে জিতু। সঙ্গী তাঁর CID অফিসার জামাইবাবু সুদর্শন হালদার। অপ্রত্যাশিতভাবে একটি রহস্যে জড়িয়ে পড়াও বেশ মজাদার, জানিয়েছিলেন জীতু নিজেই। সিনেমায় তিনি ছাড়াও অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila),সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhay),লোকনাথ দে-র মতো আরও অনেকে। মোশন পোস্টারের সঙ্গে সিলভার স্ক্রিনের গল্পের কতটা মিল থাকবে তার জন্য আরও কিছুটা সময়ের অপেক্ষা।


 

spot_img

Related articles

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...