Saturday, August 23, 2025

পূর্ব মেদিনীপুরে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে অধিকারী পরিবারের। ভোট বৈতরণী পার হতে এবার টাকা ছড়াতে শুরু করেছে বিজেপি। কিন্তু শেষরক্ষা হল না। বিজেপির পতাকা আর লক্ষ লক্ষ টাকা সহ পুলিশের হাতে গ্রেফতার স্থানীয় বিজেপি নেতা।

প্রতিটি খামে দশ হাজার! ছিল ভোটের মুখে বুথে বুথে টাকা বিলির পরিকল্পনা। পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ল এক ব্যক্তি। ধৃতের কাছে পাওা গেল নগদ ৭ লক্ষ টাকা। সঙ্গে বিজেপির পতাকা, পোলিং এজেন্সের ফর্ম-সহ আর বেশ কিছু নথি। যা নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী শন্তিকুঞ্জের অধিকারী পরিবারের সদস্য তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু।

আগামিকাল, বৃহস্পতিবারই প্রচার শেষ। ২৫ মে, শনিবার ষষ্ঠ দফায় ভোট পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রে। এদিন কাঁথি লোকসভা কেন্দ্রের খেঁজুরি থানা এলাকায় পুলিশের নাকা চেকিং চলছিল।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ইন্দ্রজিৎ দাস। এসি বাসে টাকার প্যাকেট নিয়ে হেঁড়িয়া এলাকার দিকে যাচ্ছিলেন তিনি। স্থানীয় ইড়িঞ্চি সেতু কাছে ইন্দ্রজিৎকে আটক করা হয়। উদ্ধার করা হয় টাকা। প্রতিটি খামে ছিল ১০ হাজার টাকা। সবমিলিয়ে প্রায় সাড়ে ৭ লক্ষ! ইন্দ্রজিতের দাবি, এক দাদার কাছ থেকে টাকা নিয়ে হেড়িয়া যাচ্ছিলেন তিনি। এক ব্যবসায়ীকে দেওয়ার জন্য। কিন্তু প্রতিটি খামে ১০ হাজার কেন? সদুত্তর দিতে পারেনি ওই বিজেপি নেতা।

পুলিশ সূত্রে খবর, জেরায় ইন্দ্রজিৎ জানিয়েছেন, কাঁথিতে বিজেপি পার্টি অফিস থেকে টাকা খেজুরিতে দলের বুথ সভাপতি ও কর্মীদের বিলি করতে যাচ্ছিলেন তিনি।





 

Related articles

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...
Exit mobile version