Sunday, November 16, 2025

লোকসভা নির্বাচনের (Loksabha Election) শেষ দুই দফার মধ্যে এখনও শহর কলকাতা রয়েছে। আগামী ২৫ মে এবং ১ জুন ষষ্ঠ ও সপ্তম দফার ভোটগ্রহণ বাকি আছে। ইতিমধ্যেই শহরে কমতে শুরু করেছে বাস। এপ্রিলের মাঝামাঝি থেকেই বেসরকারি বাস, মিনিবাস নিতে শুরু করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় লোকসভা নির্বাচনের জন্য বুধবার থেকেই অধিকাংশ বাস তুলে নেওয়া হচ্ছে। ১ জুন যেহেতু কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার আসনগুলিতেগুলিতে নির্বাচন তাই আগামী ২৭ ও ২৮ তারিখ থেকে কলকাতা শহর ও শহরতলির মধ্যে চলাচল করা বাস, মিনিবাসের ৯০ শতাংশ পর্যন্ত তুলে নেওয়া হবে বলেই খবর। আর এসবের জেরেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

ভোটের জন্য বিভিন্ন জায়গায় সরকারি এবং বেসরকারি পরিবহণ পাঠানোর কারণে নতুন করে বাস রাস্তায় নামানো সম্ভব নয় বলে জানিয়েছে বাস সংগঠনগুলি। শেষ দফার ভোটের জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার স্থানীয় থানা ও মোটর ভেহিকেলস বিভাগ বাস নিচ্ছে। ফলে আগামী ২ সপ্তাহে অফিস আসা যাওয়ার রাস্তায় দুর্ভোগ যে আরও বাড়বে তা নিশ্চিত করে বলাই যায়। অসমর্থিত সূত্রের খবর যেহেতু ৪ জুন ভোট গণনা তাই সেক্ষেত্রে ১ তারিখের পর যে সব পরিষেবা স্বাভাবিক হবে এমনটা আশা না করাই ভাল। কারণ ভোটগণনার আগে ভোটকর্মীদের জন্য পরিবহণের বন্দোবস্তও করতে হচ্ছে নির্বাচন কমিশনকে। পরিবহণ দফতর জানিয়েছে এই বিষয়ে তাদের আপাতত কিছু করণীয় নেই।

জানা গিয়েছে, এবারের ভোটে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুরের মতো জেলাতে বাহিনী পাঠাতে হচ্ছে ৭ কলকাতা পুলিশকে। সূত্রের খবর, ষষ্ঠ দফায় দুই মেদিনীপুরের ভোটে ৩ হাজার পুলিশকর্মী ৭ কলকাতা থেকে রওনা দেবেন। তাঁদের যাতায়াতের জন্য বাসের প্রয়োজন। ফলে মানুষের যাতায়াতের জন্য শহরে বাসের সংখ্যা স্বাভাবিকভাবেই কম থাকবে। এই অবস্থায় সিটি সুবারবান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটো সাহা বিস্ফোরক দাবি করেছেন। তাঁর দাবি, ‘কার্যত জোর করে প্রতি রুট থেকে সব বাস তুলে নেওয়া হচ্ছে। তার ফলে গণ পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়বে। আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করেছিলাম, রুট থেকে ৩০ শতাংশ বাস তোলা হোক। কিন্তু তা হয়নি। ফলে ভোগান্তি অনিবার্য। আমরা নিরুপায়। যাত্রীদের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।’


 

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...
Exit mobile version