Saturday, November 15, 2025

এবারের আইপিএলে স্টার্ককে নিয়ে কম সমালোচনা হয়নি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। নিলামে তাঁকে ২৫ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। অথচ শুরুর দিকে তার পারফরম্যান্স এতটাই হতাশজনক ছিল যে তাকে বাদ দেওয়ার দাবিও উঠেছিল। ট্রাভিস হেডকে গোল্ডেন ডাক করেই ক্ষান্ত হননি স্টার্ক। পাওয়ার প্লে-তেই ফেরান নীতীশ রেড্ডি ও শাহবাজ আহমেদকে।
ছবিটা একবার ভাবুন। ইনিংসের দ্বিতীয় ডেলিভারি। সামনে জাতীয় দলের সতীর্থ ট্রাভিস হেড। এ মরসুমে বোলারদের ত্রাস। তাঁর বিরুদ্ধে বোলিংয়ে কলকাতা নাইট রাইডার্সের বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক। ট্রাভিস হেডকে দ্রুত ফেরানোই লক্ষ্য মিচেল স্টার্কের। যা খুবই কঠিন কাজ। আর সেই কঠিন কাজই সহজ ভাবে করলেন স্টার্ক। লেন্থ বল, হালকা বাইরের দিকে যাচ্ছিল, হেড খেললেন, কিন্তু ব্যাটে বলে হল না। উল্টে উইকেট পড়ল! ট্রাভিস হেডকে গোল্ডেন ডাক করেই ক্ষান্ত হননি স্টার্ক। পাওয়ার প্লে-তেই ফেরান নীতীশ রেড্ডি ও শাহবাজ আহমেদকে। মেন্টর গৌতম গম্ভীর ভরসা রেখেছিলেন। তাঁকে এত টাকায় কেন নেওয়া হয়েছে, ব্যাখ্যাও দিয়েছেন। ফাইনাল নিশ্চিতের পর গম্ভীরকে হয়তো আর ব্যাখ্যা দিতে হবে না।

প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্সের বিধ্বংসী ব্যাটিং আক্রমণের বিরুদ্ধে পাওয়ার প্লে-তেই তিন উইকেট। ম্যাচের সেরার পুরস্কারও জিতলেন স্টার্কই। এর মধ্যে ট্রাভিস হেডের উইকেটই যে সবচেয়ে তৃপ্তির, বলার অপেক্ষা রাখে না। স্টার্ক বলছেন, ‘পাওয়ার প্লে কতটা গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি। এই দুটি দলই পাওয়ার প্লে-তে ব্যাট হাতে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে। সুতরাং, দ্রুত উইকেট নেওয়া খুবই জরুরি ছিল। হেড ও অভিষেক এ মরসুমে পাওয়ার প্লে-তে যে ভাবে ব্যাট করছিল, ঠিক বর্ণনা করা যায় না।’ হেডের উইকেট প্রসঙ্গে স্টার্ক যোগ করেন, ‘এ ক্ষেত্রে নিজেকে ভাগ্যবান বলব। ওকে দ্রুত ফেরানো কার্যত অসম্ভব। সব দিন হয় না।’





Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version