পদে পদে হোঁচট খাচ্ছেন ঘাটালের BJP প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chattapadyay)। এবার বিতর্কের মুখে হিরণের IIT-র ডিগ্রি। ভুয়ো ডিগ্রি দাখিলের অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে আম আদমি পার্টি (AAP)। পাশাপাশি হিরণের প্রার্থী পদ বাতিলেরও দাবি তুলেছে আপ। তবে, আপের অভিযোগেও তৃণমূলের ষড়যন্ত্র দেখছেন বিজেপি প্রার্থী!নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ জানিয়েছিলেন, তিনি আইআইটি থেকে গবেষণা করছেন। আপ-এর অভিযোগ, এই তথ্য ভুয়ো। তাদের অভিযোগের সপক্ষে তারা জানিয়েছে, তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে খড়্গপুর IIT-র থেকে হিরণের নির্বাচন কমিশনে দেওয়া তথ্য মিলিয়ে দেখেছে। দুটি তথ্যের মিল নেই। তারপরই আপের দাবি, হিরণ নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নির্বাচনী হলফনামায় ভুল তথ্য দিয়েছেন। খড়গপুর আইআইটি থেকে হিরণ কোনও গবেষণা করছেন না। শুধু তাই নয়, বিজেপি প্রার্থী কোনও ভাবেই খড়্গপুর আইআইটি থেকে যুক্ত নয়। নির্বাচন কমিশনে দেওয়া তথ্য ভুল হওয়ায় তাঁর প্রার্থিপদ বাতিলেরও দাবি তুলেছে কেজরিওয়ালের দল। যদিও এই অভিযোগ মানতে নারাজ হিরণ। তিনি এতেও শাসকদলের জুজু দেখছেন। নির্বাচনের পরে খড়্গপুর আইআইটির সঙ্গে এই বিষয়ে তিনি যোগাযোগ করবেন বলেও জানান ঘাটালের বিজেপি প্রার্থী। কিন্তু যদি তাঁর হলফনামায় দেওয়া তথ্য সঠিক হয়, তাহলে কেন নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন! উঠছে প্রশ্ন।
