২০২১ ভুল প্রচারে কারণে ধর্মের উস্কানিতে পা নিয়ে যাঁকে নির্বাচিত করেছিলেন, তিনি বিজেপির বি টিম হয়ে কাজ করছেন। বৃহস্পতিবার, যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের হয়ে প্রচারসভা থেকে নাম না করেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Nawshad Siddiqi) তুলোধনা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, দিল্লিতে টিকি বাঁধা ভাঙড়ের বিধায়ক।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, যে একবুক আশা-আকাঙ্ক্ষা নিয়ে ভাঙড়ের মানুষ ISF নেতাকে বিধানসভায় পাঠিয়ে ছিলেন, সেই আশায় জল ঢেলে তিনি বিজেপির বি টিম হিসেবে কাজ করছেন। তাঁর মুখে শাসকদলের নেতাদের সমালোচনা শোনা যায়। কিন্তু কখনও শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের নিন্দা তাঁর মুখে শোনা যায় না। কারণ, তাঁর টিকিটি দিল্লিতে বাঁধা।
এবারে লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভায় জয়ের ব্যবধান দেড় লক্ষ করার বার্তা দেন অভিষেক। তাঁর কথায়, সায়নীকে জয়ী করে সংসদে পাঠালে তিনি এলাকার কথা সেখানে তুলে ধরবেন।