Sunday, November 9, 2025

বিজেপির পক্ষে প্রচার করছেন রাজ্যপাল! বোসের বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের

Date:

লোকসভা ভোটের মধ্যেই ফের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দলের অভিযোগ, রাজ্যপাল তাঁর সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগ করে বিজেপির পক্ষে প্রচার চালাচ্ছেন। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন আজ, বৃহস্পতিবার এই মর্মে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে এই অভিযোগ জানিয়েছেন।

জানা গিয়েছে, আনন্দ বোসের তিনটি ছবি কমিশনে জমা দিয়েছে তৃণমূল। যেখানে রাজ্যপাল বোসের কাঁধে রয়েছে বিজেপির নির্বাচনী প্রতীক ‘পদ্ম’ সম্বলিত একটি গেরুয়া উত্তরীয়। তৃণমূলের দাবি, কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটি রামমন্দিরে বিজেপির নির্বাচনী প্রতীক ‘পদ্ম’ ব্যাজ দেখা গিয়েছে আনন্দ বোসের গলায় ঝোলানো উত্তরীয়তে, যা নির্বাচনী বিধিভঙ্গ এবং পরোক্ষে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া।

কমিশনকে নালিশ চিঠিতে তৃণমূল লিখেছে, “১৯৯৩ সালে হিমাচল প্রদেশের তৎকালীন রাজ্যপাল গুলশের আহমেদের বিরুদ্ধে ভোটে নিজের ছেলেকে জেতাতে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ উঠেছিল। কমিশন তৎপর হওয়ায় তিনি ইস্তফা দিয়েছিলেন।” পাশাপাশি, ২০১৯-এর লোকসভা ভোটের আগে রাজস্থানের তৎকালীন রাজ্যপাল কল্যাণ সিং প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে ভোটদানের আর্জি জানিয়েছিলেন। কমিশন তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানিয়েছিল।

শুধু বিজেপির নির্বাচনী প্রতীক ব্যবহার নয়, রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচনী প্রক্রিয়ায় নাক গলানোরও অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের অভিযোগ পত্রে। অবিলম্বে রাজ্যপাল বোসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে কমিশনের কাছে।

এদিন ফের এই ইস্যুতে রাজ্যপালকে তোপ দাগেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, রাজ্যপালের পোশাকে বিজেপির ব্যাজ লাগানো ছবি প্রকাশ্যে এসেছে। রাজ্যপাল এটার ব্যাখ্যা দিন- তিনি বিজেপির ব্যাজ পরেছিলেন না পরেননি। যদি পরে থাকেন, তাহলে সেই সময় তিনি রাজ্যপাল পদে ছিলেন কি না। যদি থেকে থাকেন, তাহলে এক মিনিটও তাঁর ওই পদে থাকা উচিৎ নয়। এটা নির্বাচন কমিশনেরও দেখা উচিৎ।

আরও পড়ুন- বিজেপির আদি-নব্য কোন্দলেই নন্দীগ্রামে অশান্তি, তৃণমূল কোনওভাবেই জড়িত নয়: কুণাল

 

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version