Tuesday, November 11, 2025

ভোট প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত যাচ্ছেন। বিভিন্ন জেলায় গিয়ে জনসভা করছেন, রোড শো করছেন। এদিন বৃহস্পতিবার তিনি মেগা রোড শো করেছেন দমদম লোকসভা কেন্দ্রে। বিকেল সাড়ে তিনটে নাগাদ তিনি এসে পৌঁছন কামারহাটি পুরসভার রথতলার মোড়ে। সেখান থেকে শুরু হয় পদযাত্রা। দমদম লোকসভার প্রার্থী সৌগত রায় এবং বরানগর বিধানসভার উপ নির্বাচনের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তিনি পদযাত্রা করেন। কামারহাটি পুরসভার সামনে থেকে সিঁথির মোড় পর্যন্ত তার পদযাত্রায় সামিল হয়েছিলেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। তার সঙ্গে পদযাত্রায় পা মেলান বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ,সৌগত রায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এই পদযাত্রায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মমতা রাজপথে নামা মানে হাজার হাজার মানুষের সমাগম। এদিন কার্যত বৃহস্পতিবারের বিকেলে জনস্রোতের সাক্ষী থাকল দমদম লোকসভার বরনগর, আর বিটি রোড। এদিন মমতার পদযাত্রায় ভিড় উপচে পড়েছিল। শহরের সব ওয়ার্ডের কর্মী সমর্থকরা এই পদযাত্রায় অংশ নেন। মমতার কর্মসূচি ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। যুব আর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরাও এদিন ময়দানে নামেন। এদিনের পদযাত্রায় পানিহাটি পুরসভা,কামারহাটি ও বরাহনগর পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কর্মী সমর্থকরা উৎসাহের সঙ্গে অংশ নেন। পদযাত্রা চলাকালীন বহু মানুষ নেত্রীকে শুভেচ্ছা জানান। মমতা তাদের সঙ্গে কথাও বলেন। অনেকেই নেত্রীর হাতে শুভেচ্ছা হিসাবে ফুলেরল স্তবক সতুলে দেন। এই পদযাত্রার পর তৃণমূল নেত্রী বউবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে সুদীপ বন্দোপাধ্যায়ের সমর্থনে সভায় অংশ নিতে রওনা হন।





Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version