হাতে আর মাত্র কয়েকদিন , আর তারপরই শুরু কোপা আমেরিকা কাপ। এই টুর্নামেন্ট থেকে দেখা যেতে চলেছে এক নতুন রং-এর কার্ড। ফুটবলে এতদিন ব্যবহার হত হলুদ কার্ড এবং লাল কার্ড। আর এবার ফুটবলে আসতে চলেছে গোলাপি কার্ড। যেই কার্ডের ব্যবহার দেখা যেতে চলে কোপা আমেরিকা টুর্নামেন্ট থেকে।

জানা যাচ্ছে, গোলাপি কার্ড দেখানো হবে ফুটবলার পরিবর্তনের ক্ষেত্রে। যদি খেলার মাঝে কোনও ফুটবলার মাথায় চোট পান বা কনকাশনের কারণে কোনও ফুটবলারকে তুলে নিতে হয়, তখন এই গোলাপি কার্ড ব্যবহার করা হবে। গোলাপি কার্ড দেখিয়ে দর্শক এবং বিপক্ষ দলকে সেটি জানিয়ে দেবেন রেফারি। যদি কনকাশন সাব হিসাবে কোনও ফুটবলারকে পরিবর্তন করতে হয়, তাহলে সংশ্লিষ্ট দলের কোচ গিয়ে মাঠের রেফারি বা চতুর্থ রেফারিকে বলতে পারেন। তখন মাঠের রেফারি গোলাপি কার্ড দেখিয়ে বিষয়টি অনুমোদন করবেন।

২১ জুন থেকে শুরু হতে চলেছে কোপা আমেরিকা কাপ। প্রথম ম্যাচে মুখোমুখি আর্জেন্তিনা এবং কানাডা। ২৫ জুন কোস্টারিকার বিরুদ্ধে অভিযান শুরু ব্রাজিলের ।

আরও পড়ুন- প্লে-অফ থেকে RCB ছিটকে যেতেই বিরাটকে ঠুকলেন প্রাক্তন এই চেন্নাই ক্রিকেটার
