Tuesday, August 26, 2025

ভোটের আর মাত্র দু’দিন বাকি। পূর্ব মেদিনীপুরের দুই আসনে আজ, বৃহস্পতিবার প্রচারের শেষদিন। তবে ভোট যত এগিয়ে আসছে, জেলাজুড়ে সন্ত্রাসের ছবিটাও প্রকট হচ্ছে। কোথায় তৃণমূল নেতাকর্মীদের উপর হামলা তো কোথাও আদি-নব্য বিজেপির লড়াই। সবমিলিয়ে কাঁথি, তমলুকে জমি হারিয়ে প্রবল চাপে শুভেন্দু বাহিনী।

নন্দীগ্রামে ভোটের ৪৮ ঘণ্টা আগে গোষ্ঠীদ্বন্দ্বে প্রাণ হারিয়েছেন বিজেপির মহিলা কর্মী। আরও ৭ জন বিজেপি কর্মী গুরুতর যখন অবস্থায় ভর্তি হাসপাতালে। যা নিয়ে তপ্ত নন্দীগ্রাম। এরই মাঝে তমলুক লোকসভার অন্তর্গত ময়নায় আক্রান্ত বিজেপি কর্মী! নির্বাচনের দু’দিন আগেই বিজেপি কর্মী ও তাঁর পরিবারের উপর হামলার অভিযোগ দলেরই একাংশের বিরুদ্ধে।

পূর্ব মেদিনীপুরের ময়না থানার খিদিরপুরের গোলাপাতা গ্রামের ঘটনা। অভিযোগ গতকাল, বুধবার রাতে মধু রানা নামে এক বিজেপি কর্মী, তাঁর স্ত্রী ও মেয়ের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। সেই হামলার জেরে গুরুতর জখম হয়েছেন তাঁরা। জানা গিয়েছে, রাত সাড়ে ৯টা নাগাদ একদল দুষ্কৃতী ভগবানপুর থেকে কেলেঘাই নদীর কাঠের ব্রিজ পেরিয়ে বাকচায় অস্ত্রশস্ত্র ঢোকাচ্ছিল। সেই সময় মধু রানা গোটা বিষয়টি দেখতে পেয়ে যায়। তারপর সে চিৎকার করতে থাকে। সেই কারণেই তাঁর উপর হামলা চালায় ওই দুষ্কৃতীরা। তাঁর মেয়ের উপর হাসুয়া দিয়ে হামলা চালানো হয়েছে। মারধর করা হয়েছে মধুর স্ত্রীকেও। যদিও এই হামলার বিজেপির অন্য একটি গোষ্ঠীর মদত রয়েছে বলে মনে করছেন আক্রান্তরা।


 

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version