নন্দীগ্রামের পর ময়না, আদি-নব্য দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মী

ভোটের আর মাত্র দু’দিন বাকি। পূর্ব মেদিনীপুরের দুই আসনে আজ, বৃহস্পতিবার প্রচারের শেষদিন। তবে ভোট যত এগিয়ে আসছে, জেলাজুড়ে সন্ত্রাসের ছবিটাও প্রকট হচ্ছে। কোথায় তৃণমূল নেতাকর্মীদের উপর হামলা তো কোথাও আদি-নব্য বিজেপির লড়াই। সবমিলিয়ে কাঁথি, তমলুকে জমি হারিয়ে প্রবল চাপে শুভেন্দু বাহিনী।

নন্দীগ্রামে ভোটের ৪৮ ঘণ্টা আগে গোষ্ঠীদ্বন্দ্বে প্রাণ হারিয়েছেন বিজেপির মহিলা কর্মী। আরও ৭ জন বিজেপি কর্মী গুরুতর যখন অবস্থায় ভর্তি হাসপাতালে। যা নিয়ে তপ্ত নন্দীগ্রাম। এরই মাঝে তমলুক লোকসভার অন্তর্গত ময়নায় আক্রান্ত বিজেপি কর্মী! নির্বাচনের দু’দিন আগেই বিজেপি কর্মী ও তাঁর পরিবারের উপর হামলার অভিযোগ দলেরই একাংশের বিরুদ্ধে।

পূর্ব মেদিনীপুরের ময়না থানার খিদিরপুরের গোলাপাতা গ্রামের ঘটনা। অভিযোগ গতকাল, বুধবার রাতে মধু রানা নামে এক বিজেপি কর্মী, তাঁর স্ত্রী ও মেয়ের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। সেই হামলার জেরে গুরুতর জখম হয়েছেন তাঁরা। জানা গিয়েছে, রাত সাড়ে ৯টা নাগাদ একদল দুষ্কৃতী ভগবানপুর থেকে কেলেঘাই নদীর কাঠের ব্রিজ পেরিয়ে বাকচায় অস্ত্রশস্ত্র ঢোকাচ্ছিল। সেই সময় মধু রানা গোটা বিষয়টি দেখতে পেয়ে যায়। তারপর সে চিৎকার করতে থাকে। সেই কারণেই তাঁর উপর হামলা চালায় ওই দুষ্কৃতীরা। তাঁর মেয়ের উপর হাসুয়া দিয়ে হামলা চালানো হয়েছে। মারধর করা হয়েছে মধুর স্ত্রীকেও। যদিও এই হামলার বিজেপির অন্য একটি গোষ্ঠীর মদত রয়েছে বলে মনে করছেন আক্রান্তরা।